সুরেশ রায়নার মৃত্যুর গুজব
কার অ্যাকসিডেন্টে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। গত দু’তিন ধরে নেট দুনিয়ায় ঘুরে-ফিরছে এই খবর। ভারতের বিশ্বকাপ বিজয়ী দলের এই সদস্যের এমন মৃত্যুর গুজবে তোলপাড়ও শুরু হয়েছে পুরো ভারতে। অথচ, সুরেশ রায়না নিজে টুইট করে বলছেন, তিনি মারা যাননি। যা খবর ছড়িয়েছে, সেটা পুরোটাই গুজব।
ভারতের কয়েকটি নিউজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দু’দিন ধরেই ঘুরছে সুরেশ রায়নার মৃত্যুর খবর। এমনকি ইউটিউবাররা সুরেশ রায়নার কিছু ছবি দিয়ে ভিডিও’ও বানিয়ে ফেলেছে। ইউটিউবে ছাড়া ছবিতে দেখা যাচ্ছে, শচীন টেন্ডুলকার সুরেশ রায়নার মরদেহ বহন করছেন।
অথচ, কিছুদিন আগে তার নিজের প্রথম কোচ রমাকান্ত আচরেকারের মরদেহ বহন করছিলেন শচীন। সেই ছবি নেটিজেনরা রায়নার মরদেহ বহন করার ছবি হিসেবে দিব্যি চালিয়ে দিচ্ছে। একটি ছবিতে রায়নাকে আহত এবং রক্তাক্ত অবস্থায়ও দেখা যাচ্ছিল। এসবই যে তৈরি করা, তা একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায়।
শেষ পর্যন্ত নিজের টুইটার অ্যাকাউন্ডে বার্তা পোস্ট করে রায়না নিজেই এসব গুজবের ঘোর প্রতিবাদ জানিয়েছেন এবং সবার কাছে অনুরোধ করেছেন, এসব আজগুবি এবং ভুয়া সংবাদকে বিশ্বাস না করার জন্য। শুধু তাই নয়, যারা এই সংবাদ ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন রায়না।
সোমবার পোস্ট করা ওই টুইটার বার্তায় রায়ানা লিখেন, ‘গত কয়েকদিন ধরে দেখছি, কিছু ভুয়া নিউজের মাধ্যমে আমার মৃত্যুর সংবাদ ছড়ানো হচ্ছে। আমি নাকি কার অ্যাকসিডেন্টে মারা গেছি। যা আমার পরিবার এবং বন্ধু মহলের মধ্যে দারুণ বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। সবাই এটা নিয়ে যারপরনাই বিরক্ত। দয়া করে আপনারা এ ধরনের নিউজকে বিশ্বাস করবেন না। এগুলো এড়িয়ে যান। আমি সত্যিই ভালো আছি। আমার কিছুই হয়নি। যেসব ইউটিউব চ্যানেল এসব ফেক নিউজ ছড়াচ্ছে, আমি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবো।’
আইএইচএস/পিআর