গতবার অনেক প্রস্তুতি নিয়েও হয়নি, দেখি এবার কী হয় : মাশরাফি
নিউজিল্যান্ডের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছে মুশফিকুর রহীম-মোস্তাফিজুর রহমানসহ ওয়ানডে স্কোয়াডে থাকা আট সদস্যের প্রথম বহর। ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডের আগেই আরও দুই দফায় নিউজিল্যান্ড যাবে পুরো স্কোয়াড।
বিপিএল ফাইনালের কারণে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসে থাকা সাকিব আল হাসান, রুবেল হোসেন, তামিম ইকবাল এবং মোহাম্মদ সাঈফউদ্দীন নিউজিল্যান্ড যাবেন ৯ তারিখ শনিবার। এদের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।
বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'আমি ৯ তারিখেই যাব নিউজিল্যান্ড। আগামীকাল (বৃহস্পতিবার) যাওয়ার একটা ফ্লাইট আছে। কিন্তু এত তাড়াহুড়ো করতে চাই না।'
এ সময় রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক জানান, তাদের দলের দুই ক্রিকেটার মোহাম্মদ মিঠুন এবং শফিউল ইসলাম বৃহস্পতিবারই উড়াল দেবেন নিউজিল্যান্ডের উদ্দেশে।
২০১৬-১৭ মৌসুমে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। সে সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিলেজে প্রায় এক মাসের প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ।
কিন্তু তাতে লাভ হয়নি কোনো। তিন ফরম্যাটে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। সে তুলনায় এবার বলা চলে টানা-হেঁচড়ার মধ্য দিয়েই খেলতে যাচ্ছে টাইগাররা। মিলছে না প্রস্তুতির সময়।
এমনকি ১০ ফেব্রুয়ারি সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো দলকে নাও পেতে পারে বাংলাদেশ। এমন ব্যস্ততাপূর্ণ এবং প্রস্তুতিহীন সিরিজ খেলতে যাওয়ায় তাই রসিকতা ফুটে ওঠে মাশরাফির কণ্ঠে। স্বভাবসুলভ দুষ্টুমিমাখা হাসি দিয়ে মাশরাফি বলেন, 'গতবার তো এক মাসের প্রস্তুতি নিয়ে গেলাম। কিছুই পাইনি। দেখি না এবার কী হয়?'
এআরবি/এসএএস/বিএ