বিশ্বকাপই মিস করতে যাচ্ছেন নারিন-রাসেল!
সামনে বিশ্বকাপ। সব দল ব্যস্ত তাদের বিশ্বকাপের পরিকল্পনা আর প্রস্তুতিতে। তবে ওয়েস্ট ইন্ডিজের বেলায় সবসময়ই যেন হিসেবটা আলাদা। এত বড় একটা টুর্নামেন্ট দরজায় দাঁড়িয়ে। আর এমন সময় সুনিল নারিন আর আন্দ্রে রাসেল জানিয়ে দিলেন, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন না।
নারিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (সিডব্লিউআই) জানিয়েছেন, নিজের বোলিং অ্যাকশন নিয়ে এখনও ওতটা সন্তুষ্ট নন তিনি। ওয়ানডেতে তার কাছ থেকে দল কতটা সার্ভিস পাবে, সেই সংশয় এই অফস্পিনারের। আর রাসেলের অজুহাত, হাঁটুর চোটের কারণে ৫০ ওভারের ক্রিকেট খেলার মতো ফিট নন তিনি।
প্রায় দুই বছরের মতো ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের বাইরে আছেন নারিন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগ্রহ আছে তার। কিন্তু ক্যারিয়ারে বেশিরভাগ সময় বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় কাটাতে হয়েছে এই অফস্পিনারকে। ২০১১ সালে অ্যাকশন পরিবর্তন করেন। তারপরও ২০১৪ সালে চ্যাম্পিয়নস ট্রফির সময় তার বিরুদ্ধে অবৈধ অ্যাকশনের অভিযোগ উঠে।
যার ফলশ্রুতিতে ২০১৫ বিশ্বকাপের আগে নিজের নাম প্রত্যাহার করে নেন নারিন। সামনের সপ্তাহগুলোতে স্পিন বোলিং উপদেষ্টা কার্ল ক্রোয়ের সঙ্গে কাজ করার কথা রয়েছে তার। তবে ২০১৯ বিশ্বকাপে নারিনের খেলার সম্ভাবনা খুব কম।
আন্দ্রে রাসেলের সেই সম্ভাবনাটা এখনও আছে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তিনি ফিট। বিপিএলে খেলছেন, আসন্ন পিএসএলেও স্টিভেন স্মিথের স্থলাভিষিক্ত হিসেবে জায়গা পেয়েছেন। তবে এই অলরাউন্ডার মনে করছেন, ৫০ ওভারের ফরমেটে খেলার মতো ফিট নন তিনি, যে ফরমেটে সর্বশেষ খেলেছেন গত বছরের জুলাই মাসে।
শেষ পর্যন্ত নিজেকে ফিট মনে না করলে রাসেলও চলে যাবেন বাতিলের খাতায়, সেক্ষেত্রে বড় দুই তারকা ছাড়াই ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে হবে ক্যারিবীয়দের।
এমএমআর/এমএস