সিলেটের নতুন অধিনায়ক সোহেল তানভীর
কনুইয়ের ইনজুরিতে অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার নিজ দেশে ফিরে যাওয়ার পর থেকেই গুঞ্জন চলছিলো কে হবেন সিলেট সিক্সার্সের নতুন অধিনায়ক? তরুণ লিটন কুমার দাস, সাব্বির রহমান নাকি আগের আসরে সিলেটকে নেতৃত্ব দেয়া নাসির হোসেন? কার হাতে উঠবে অধিনায়কত্বের আর্মব্যান্ড?
গত শনিবার সিলেট সিক্সার্সের সবশেষ ম্যাচের পর থেকেই সবার আগ্রহের কেন্দ্রে ছিলো তাদের নতুন অধিনায়কের বিষয়টি। শেষপর্যন্ত নিজেদের পরবর্তী ম্যাচের ২৪ ঘণ্টা আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট সিক্সার্স।
পাকিস্তানের ৩৪ বছর বয়সী বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার সোহেল তানভীরকে নিজেদের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে সিলেট। টুর্নামেন্টে সিলেটের বাকি ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন তিনি।
চলতি আসরে এখনো পর্যন্ত খুব সুবিধাজনক অবস্থায় নেই সিলেট। ঘরের মাঠে বিপিএলের সিলেট পর্বে চার ম্যাচ খেলে মাত্র ১টি জিততে পেরেছে তারা। এর আগে ঢাকার প্রথম পর্বেও ৩ ম্যাচে মাত্র ১টি জিততে পেরেছিল তারা। সবমিলিয়ে ৭ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে।
এসএএস/এমকেএইচ