বিপিএল দেখতে ঠিকই চলে এসেছেন স্টিভ রোডস
চন্ডিকা হাথুরুসিংহে কি কখনো বিপিএল দেখেছেন? মনে করা কঠিন। আসলে দেখেননি। বিপিএল কেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে কোনোই উৎসাহ-আগ্রহ ছিল না হাথুরুর।
তার দল মানে জাতীয় দলের ক্রিকেটাররা এই আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে কে কেমন খেলেন? তা দেখার-জানার বিন্দুমাত্র ইচ্ছেও ছিল না এ লঙ্কান কোচের।
তবে এদিক দিয়ে ইংলিশ স্টিভ রোডস ব্যতিক্রম। তিনি ঠিকই চলে এসেছেন এবারের বিপিএল দেখতে। আজ (বুধবার) রাতে সিলেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট আর চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের ম্যাচ দেখলেন মন দিয়ে।
জাতীয় দলের ক্রিকেটাররা বিদেশীদের সঙ্গে কেমন খেলেন? কার শারীরিক অবস্থা, সক্ষমতা আর ফিটনেস কেমন? কোন ব্যাটসম্যানের কী অবস্থা? কে কেমন খেলছেন, বোলারদের কার অবস্থা কেমন? কে ভালো বল করছে? কার লাইন-লেন্থ কেমন? সব পাখির চোখে পরখ করলেন স্টিভ রোডস।
এআরবি/এসএএস/বিএ