টসে জিতে ব্যাটিংয়ে খুলনা
ভাগ্য বদলের আশায় খুলনা টাইটানস দল এখন সিলেটে। আসরে নিজেদের প্রথম চার ম্যাচে জয়ের মুখ দেখতে না পাওয়া খুলনা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংসের।
মেহেদি হাসান মিরাজের রাজশাহীর বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিলেটে এবারের আসরের প্রথম ম্যাচটিতে আগে বোলিং করবে রাজশাহী।
আসরে এরই মধ্যে নিজেদের মুখোমুখি হয়েছিল খুলনা-রাজশাহী। সে ম্যাচে ঝড়ো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার পল স্টার্লিং এবং জুনায়েদ সিদ্দিকী।কিন্তু ব্যর্থ হয় পরের ব্যাটসম্যানরা। ফলে মাত্র ১১৭ রানেই থেমে যায় দলীয় ইনিংস। পরে অধিনায়ক মেহেদি মিরাজের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় রাজশাহী।
এখনো পর্যন্ত চার ম্যাচ খেলে ২টি ম্যাচ জিতেছে রাজশাহী। খুলনার বিপক্ষে ছাড়াও তারা জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষেও। অন্যদিকে এখনো জয়ের খাতা খোলা হয়নি খুলনার।
খুলনা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী। ডেভিড উইজ, কার্লোস ব্রাথওয়েট, জুনায়েদ খান, জহুরুল ইসলাম অমি এবং ডেভিড মালান।
রাজশাহী একাদশ: মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, ক্রিশ্চিয়ান জঙ্কার, ইসুরু উদানা, লরা ইভানস এবং রায়ান টেন ডোশেট।
এসএএস/এমকেএইচ