ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলে অনেক কিছুর উত্তর দেবেন রুবেল!

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:২২ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯

বিপিএলের গত আসরে ছিলেন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সে। এবার প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে কিনে নিয়েছে বিপিএলের আরেক শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। তবে, বিপিএলে কেন যেন নিজেকে হারিয়ে খোঁজেন এই পেসার। নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেন না। পাদপ্রদীপের আলোয় উঠে আসতে পারেন না। এমনকি জাতীয় দলের হয়েও টি-টোয়েন্টিতে খুব একটা সুযোগ পান না তিনি। যে কারণে ঢাকার হয়ে এবার বিপিএলকে রুবেল নিয়েছেন অনেক প্রশ্নের উত্তর দেয়ার সুযোগ হিসেবে।

বিপিএল শুরুর একদিন আগে অনুশীলন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকা ডায়নামাইটসের এই পেসার। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, বিপিএলকে উত্তর দেয়ার জায়গা মনে করেন কি না?

জবাবে রুবেল বলেন, ‘অবশ্যই, কারণ বিপিএল আমাদের সব ক্রিকেটারের জন্য ভালো একটি প্ল্যাটফর্ম। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করাটা সহজ হয় আমার কাছে। কারণ, এখানে আন্তর্জাতিক ক্রিকেটের সব বড় বড় খেলোয়াড় আমাদের সাথে খেলে। আমার কাছে মনে হয়, এখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটেও খুব ভালোভাবে পারফর্ম করা যায়।’

জাতীয় দলের হয়ে শেষ কয়েকটি ম্যাচ ছিলেন বাইরে। যে কারণে আত্মবিশ্বাসে ভাটা পড়েছে কি না? জানতে চাইলে রুবেল হোসেন বলেন, ‘আসলে সত্যি কথা বলতে, আমার কাছে মনে হয় একটি ভালো ছন্দে থাকলে এরপরে খেলায় একটু গ্যাপ পড়লে আত্মবিশ্বাস থেকে একটু সরে যাওয়া কিংবা তেমন কোনো ইফেক্ট পড়ে না। কারণ আমার কাছে টি-টোয়েন্টি খেলাটি অনেক উপভোগ্য মনে হয়। এখানে ভালো খেলা যায়, আবার খারাপও হয়। সেটাই আরকি, আমার এতে কোনো ইফেক্ট পড়ে না।’

বিপিএলে প্রত্যাশা কী এবং সেই প্রত্যাশা অর্জনে প্রস্তুতি কেমন? এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘ঢাকা সবসময়ের জন্য চ্যাম্পিয়ন দল গঠন করে দেখে আসছি প্রথম থেকে। আমি এবারই ঢাকা দলের হয়ে প্রথম খেলছি এবং অনেক বেশি রোমাঞ্চিত। আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা একটি দুটি দিন প্রস্তুতি নিয়েছি। সবাই অনেক কঠোর পরিশ্রম করছে এবং সিরিয়াসলি অনুশীলন করছে। তো আমার কাছে মনে হয় খুব ভালো একটি দল হয়েছে। আমরা সবাই যদি সবার জায়গা থেকে সেরা চেষ্টাটা দিয়ে থাকি তাহলে খুব ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ।’

বোলার হিসেবে এই বিপিএলে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন রুবেল? জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জ থাকবে অনেক। আমি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর ধরে খেলছি। এবি ডি ভিলিয়ার্সদের সাথে আমি এর আগেও অনেক ম্যাচ খেলেছি। তারা যে অনেক বড় ক্রিকেটার এটা তো আমরা সবাই জানি। তবে তাদেরকে ভয় পেলে বা অন্য কোনো কিছু করলে এটা আমার কাছে মানায় না। আমি আসলে তেমন কোনো কিছুই দেখছি না। তারা সবাই ভালো খেলোয়াড়। তাদের বিপক্ষে খেলতে অনেক চ্যালেঞ্জ থাকবে। ভালো বোলিং করা, উইকেট বের করা এটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জের এবং আমি এটি সবসময় চ্যালেঞ্জ হিসেবেই নেই।’

ঢাকা ডায়নামাইটসে তারকার ভিড়। সেখানে আড়ালে থাকতে হবে কি না? এটা চাপ নাকি অনুপ্রেরণা? জানতে চাইলে বাংলাদেশ দলের এই পেসার বলেন, ‘এটা আসলে কোনো চাপ না। আমি সবসময় দেখি বড় বড় তারকারা ঢাকার দলে খেলে। আমি আমার জায়গা থেকে এবং আমার যে কাজটি থাকবে সেটাই করে যাওয়ার চেষ্টা করবো। এটা আমার কাছে কোনও কিছু মনে হয় না।’

অধিনায়কের কতটা আস্থাভাজন হতে পারবেন রুবেল? এ সম্পর্কে তিনি অনেক আত্মবিশ্বাসী। কারণ অধিনায়ক তো সাকিব। রুবেল বলেন, ‘সাকিব ভাই তো টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এখানে আমি ভালো খেললে তার ফোকাসটি আমার দিকে আসবে। অবশ্যই আমি এখানে চাইবো আমার সেরা ক্রিকেটটা খেলার জন্য। শুধু এখানেই না, আমি যেখানেই ম্যাচ খেলি না কেন আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করি। ঢাকা দলে আমি এবারই প্রথম। অবশ্যই আমি খুব রোমাঞ্চিত ঢাকার হয়ে ভালো খেলার জন্য।’

আইএইচএস/বিএ

আরও পড়ুন