ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্মিথের জন্য অনেক প্রশ্ন তৈরি করে রেখেছেন বিজয়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

নানা নাটকীয়তা শেষে অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে। প্রথমবার তার সঙ্গে চুক্তি করার পরও ‘না’ করে দিতে বাধ্য হয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারণ, তার নাম ছিল না প্লেয়ার্স ড্রাফটের তালিকার মধ্যে। অন্য ফ্রাঞ্চাইজির আপত্তির মুখে প্রথমবারেরমত বিপিএলে স্মিথের খেলা অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে বিসিবির নতুন উদ্যোগে এই অসি তারকার খেলা সম্ভব হচ্ছে বিপিএলে, সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েই।

৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খেলার জন্য ৪ জানুয়ারিই ঢাকায় চলে আসছেন বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটার। নিষেধাজ্ঞার কারণেই এই প্রথমবারেরমত বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। বিশ্বসেরা এই তারকার অপেক্ষায় যেন আর তর সইছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের।

শুধু তাই নয়, স্টিভেন স্মিথের কাছ থেকে কি কি শিখবেন? তাকে কি কি প্রশ্ন করবেন সে সবের একটি তালিকাও তৈরি করে রেখেছেন বিজয়। সে কথা নিজেই আজ জানালেন সংবাদ সম্মেলনে। মিরপুরে অনুশীলন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্মিথ নিয়ে নিজস্ব ভাবনার কথা জানান বিজয়।

বিপিএলের কল্যাণে কাছে পাওয়ার সুযোগে স্মিথের কাছ থেকে নানা টেকনিক শিখে নেয়ার অপেক্ষায় বিজয়সহ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ ক্রিকেটাররা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, সে অনেক বড় সুপারস্টার বিশ্ব ক্রিকেটে। আমরা যারা কিছু তরুণ ক্রিকেটার আছি, তারা সবাই মিলে প্রশ্ন করবো কিছু থাকলে এবং চেষ্টা করবো তার থেকে ভালো কিছু মোটিভেশনাল বিষয় বের করে আনার জন্য।’

ছোট ছোট ভুলগুলোই সবচেয়ে বেশি ভোগায় বাংলাদেশের ব্যাটসম্যানদের। সেই ভুগতে থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বিজয় নিজেও। নিজের ব্যাটিং টেকনিকে পরিবর্তন আনা কিংবা ব্যাটিংয়ে কিভাবে আরও উন্নতি করা যায়, সে বিষয়ে অনেকগুলো টিপস নেয়ার আছে বিজয়ের।

সে বিষয়টাই উল্লেখ করেন তিনি নিজের বক্তব্যে। বিজয় বলেন, ‘ক্রিকেটে তো শেখার শেষ নেই। আমার কাছে মনে হয়, এত বড় সুপারস্টারের কাছ থেকে ছোট ছোট অনেক কিছুই শেখার আছে। আমি নিজেও কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, সে আসলে করবো। করলে যদি শিখতে পারি, পরবর্তীতে আমার যদি উপকার হয়, তাহলে সেটি নেয়ার চেষ্টা করবো।’

শুধু স্মিথই নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আরও বড় বড় ক্রিকেটারের ছায়ায় থেকে খেলার সুযোগ পাচ্ছেন এনামুল হক বিজয়রা। সে সব ক্রিকেটারের কাছ থেকে শেখার সুযোগটা হাতছাড়া করতে চান না বাংলাদেশ দলের হয়ে খেলা এই ওপেনার। তিনি বলেন, ‘এছাড়া (স্মিথ ছাড়া) আরও বড় বড় ক্রিকেটার আছেন। আফ্রিদি আছেন, শোয়েব মালিক আছেন, তামিম ভাইয়ের মতো খেলোয়াড় আছেন। আমার কাছে মনে হয় বিপিএল অনেক বড় একটি মঞ্চ, বড় সুপারস্টারদের জায়গা। আমি চেষ্টা করবো সবার কাছে একটু একটু করে নিয়ে ভবিষ্যতে কাজে লাগানোর।’

এআরবি/আইএইচএস/এমকেএইচ

আরও পড়ুন