ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নতুন বছরের শুরুতে র‍্যাংকিংয়ের হালচাল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

নতুনত্বের বার্তা নিয়ে চলে এসেছে নতুন বছর ২০১৯ সাল। বিদায়ী বছর ২০১৮ সালে দেশের ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অনেক চমক দেখেছে সারা বিশ্ব। আইসিসির বড় কোনো ইভেন্ট না থাকলেও প্রায় পুরো বছরই ক্রিকেটীয় উন্মাদনায় মেতে ছিলো ক্রিকেট অনুরাগিরা।

সারা বছরজুড়েই সব দেশের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বারবার উত্থানপতন ঘটেছে দলগুলোর র‍্যাংকিংও। তিন ফরম্যাটেই র‍্যাংকিংয়ের অদল বদল দেখা গিয়েছে অদলবদল। বছর শেষে তিন ফরম্যাটের শীর্ষে রয়েছে তিন দেশ।

অভিজাত টেস্ট ক্রিকেটে ১১৬ রেটিং নিয়ে এক নম্বরে অবস্থান করছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সাথে পার্থক্যটা ৮ পয়েন্টের। ওয়ানডে ক্রিকেটে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ডই। তাদের রেটিং পয়েন্ট ১২৬। এ ফরম্যাটে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর টি-টোয়েন্টিতে ১৩৮ রেটিং নিয়ে সবার উপরে অবস্থান করছে পাকিস্তান।

বছরশেষে তিন ফরম্যাটের র‍্যাংকিংয়েই নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে ৬৯ রেটিং নিয়ে বাংলাদেশের র‍্যাংকিং নবম। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে রেটিংয়ের পার্থক্য মাত্র ১ পয়েন্টের। ওয়ানডেতে যথারীতি সপ্তম স্থানেই রয়েছে টাইগাররা, রেটিং পয়েন্ট। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৭ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান দশম।

এক নজরে দেখে নেয়া যাক বছর শুরুতে তিন ফরম্যাটের র‍্যাংকিং

টেস্ট র‍্যাংকিং

১/ ভারত – ১১৬ রেটিং

২/ ইংল্যান্ড – ১০৮ রেটিং

৩/ নিউজিল্যান্ড – ১০৭ রেটিং

৪/ দক্ষিণ আফ্রিকা – ১০৬ রেটিং

৫/ অস্ট্রেলিয়া – ১০২ রেটিং

৬/ শ্রীলঙ্কা – ৯৩ রেটিং

৭/ পাকিস্তান – ৯২ রেটিং

৮/ ওয়েস্ট ইন্ডিজ – ৭০ রেটিং

৯/ বাংলাদেশ – ৬৯ রেটিং

১০/ জিম্বাবুয়ে – ১৩ রেটিং

ওয়ানডে র‍্যাংকিং

১/ ইংল্যান্ড – ১২৬ রেটিং

২/ ভারত – ১২১ রেটিং

৩/ নিউজিল্যান্ড – ১১২ রেটিং

৪/ দক্ষিণ আফ্রিকা – ১১১ রেটিং

৫/ পাকিস্তান – ১০২ রেটিং

৬/ অস্ট্রেলিয়া – ১০০ রেটিং

৭/ বাংলাদেশ – ৯৩ রেটিং

৮/ শ্রীলঙ্কা – ৭৯ রেটিং

৯/ ওয়েস্ট ইন্ডিজ – ৭২ রেটিং

১০/ আফগানিস্তান – ৬৭ রেটিং

১১/ জিম্বাবুয়ে – ৫২ রেটিং

১২/ আয়ারল্যান্ড – ৩৯ রেটিং

১৩/ স্কটল্যান্ড – ৩৩ রেটিং

১৪/ আরব আমিরাত – ২১ রেটিং

টি-টোয়েন্টি র‍্যাংকিং

১/ পাকিস্তান – ১৩৮ রেটিং

২/ ভারত – ১২৬ রেটিং

৩/ ইংল্যান্ড – ১১৮ রেটিং

৪/ অস্ট্রেলিয়া – ১১৭ রেটিং

৫/ দক্ষিণ আফ্রিকা – ১১৪ রেটিং

৬/ নিউজিল্যান্ড – ১১২ রেটিং

৭/ ওয়েস্ট ইন্ডিজ – ১০১ রেটিং

৮/ আফগানিস্তান – ৯২ রেটিং

৯/ শ্রীলঙ্কা – ৮৭ রেটিং

১০/ বাংলাদেশ – ৭৭ রেটিং

১১/ স্কটল্যান্ড – ৬২ রেটিং

১২/ জিম্বাবুয়ে – ৫৫ রেটিং

১৩/ আরব আমিরাত – ৫০ রেটিং

১৪/ নেদারল্যান্ডস – ৫০ রেটিং

১৫/ হংকং – ৪২ রেটিং

১৬/ ওমান – ৩৯ রেটিং

১৭/ আয়ারল্যান্ড – ৩৪ রেটিং

এসএএস/এমকেএইচ

আরও পড়ুন