ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও প্রোটিয়া পেসে বিধ্বস্ত পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

সেই দুয়ানে অলিভিয়ের। প্রথম ইনিংসে যার পেসের আগুনে পুড়েছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা। অলিভিয়ের প্রথম ইনিংসে একাই নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানি ব্যাটসম্যানদের সামনে মুর্তিমান আতঙ্ক হিসেবে দেখা দিলেন তিনি। একাই নিলেন ৫ উইকেট।

দুয়ানে অলিভিয়েরের পেস তোপে আবারও দুইশ’র নিচে অলআউট হয়ে যেতে হলো পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৬ ওভার ব্যাট করে ১৯০ রান তুলতে সক্ষম হলো পাকিস্তান। ফলে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ালো ১৪৯ রান।

প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছিল ১৮১ রানে। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাও খুব বেশি সুবিধা করতে পারেনি। তারা অলআউট হয়েছিল ২২৩ রানে। মাত্র ৪২ রানের লিড নিতে পেরেছিল প্রোটিয়ারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফাখর জামানের উইকেট হারিয়েছিল পাকিস্তান দলীয় ৪৪ রানের মাথায়। তিনি করেন ১২ রান। এরপর ইমাম-উল হক এবং শান মাসুদ মিলে দারুন প্রতিরোধ গড়ে তোলেন। ৫৭ রানের জুটি গড়েন দু’জন। দলীয় ১০১ রানের মাথায় ৫৭ রান করে আউট হয়ে যান ইমাম উল হক।

সর্বোচ্চ ৬৫ রান করেন শান মাসুদ। ইমাম-উর হক আউট হওয়ার পরই মূলতঃ ধ্বস নামে পাকিস্তানের ইনিংসে। আজহার আলি শূন্য, আসাদ শফিক ৬, বাবর আজম ৬ এবং সরফরাজ আহমেদ আউট হন শূন্য রানে। মোহাম্মদ আমির করেন ১২ রান। ইয়াসির শাহ শূন্য, হাসান আলি অপরাজিত থাকেন ১১ রানে। শাহিন আফ্রিদি আউট হন ৪ রানে।

শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট ১৯০ রানে। অলিভিয়ের ৫৯ রান দিয়ে নেন ৫ উইকেট। কাগিসো রাবাদা ৩টি এবং ডেল স্টেইন নেন ২ উইকেট।

আইএইচএস/জেআইএম

আরও পড়ুন