ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শততম ম্যাচের ‘সেই স্মৃতি’ ঠিকই মনে আছে মাশরাফির

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:৩১ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

তিনি রেকর্ড নিয়ে মাথা ঘামান না। ঘাটাঘাটির তো প্রশ্নই আসে না। ইতিহাস-পরিসংখ্যানও তার মনে থাকে না। কিন্তু ইতিহাসে লেখা থাকবে, সেই ইতিহাস-পরিসংখ্যানে যার কোনোই উৎসাহ-আগ্রহ নেই- সেই মাশরাফি বিন মর্তুজা মাইলফলকের ম্যাচেই বেশি ভালো খেলেন। দলের জয়ের রুপকার হন। ম্যাচ সেরার পুরষ্কারও ওঠে তারই হাতে।

ইতিহাস জানাচ্ছে বাংলাদেশের একশতম ওয়ানডেতে ব্যাট ও বলে দারুণ চৌকস নৈপুণ্য দেখিয়ে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেটা ছিল ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। যা ছিল তার ক্যারিয়ারের ১৩ নম্বর ওয়ানডে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৩১ রানের হার না মানা ইনিংস আর ৩৬ রানে দুই উইকেট নিয়ে মাশরাফি হয়েছিলেন বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের রূপকার।

১৪ বছর পর আর আজ ব্যক্তিগত দুইশতম ম্যাচের মাইলফলকে আবার ম্যাচ সেরা মাশরাফি। দুই স্পেলে বোলিং করে ১০ ওভারে ৩০ রানে তিন উইকেট শিকার করেই জয়ের স্থপতি টাইগার ওয়ানডে অধিনায়ক। মূলত তার মাপা ও বুদ্ধিদীপ্ত বোলিংয়েই ২০০ নীচে আটকা পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর তামিম (২৪ বলে ১২), ইমরুল (২ বলে ৪) চট জলদি ফিরে গেলেও মুশফিকুর রহিম (৭০ বলে ৫৫*), লিটন দাস (৫৭ বলে ৪১), সাকিব (২৬ বলে ৩০) আর সৌম্য ( ১৩ বলে ১৯) ও মাহমুদউল্লাহ রিয়াদরা (২১ বলে ১৪*) মিলে ৮৯ বল আগেই পৌঁছে যান জয়ের বন্দরে।

সুনিয়ন্ত্রিত বোলিং এবং ক্যারিবীয়দের কম রানে বেঁধে ফেলে ম্যাচ সেরা হন বাংলাদেশ অধিনায়ক। এই যে দেশের ও নিজের মাইলফলক স্থাপনের ম্যাচে দুই দুইবার ম্যাচ উইনিং পারফরমেন্স দেখিয়ে ম্যাচ সেরা হওয়া। কি অনুভূতি মাশরাফির? দেশের শততম ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হবার কথা কি মনে আছে? সেই ম্যাচের পর আজ নিজের ২০০ নম্বর ওয়ানডেতেও ম্যাচ সেরা। এটা কিভাবে দেখছেন?

সবাইকে অবাক করে দিয়ে মাশরাফি বলে উঠলেন, ‘১০০তম ম্যাচেরটা মনে আছে। বোধ হয় ভারতের সঙ্গে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটা হয়েছিল। এটা অনেক দিন মনে ছিল। এখনও আছে। আজকেরটা তো সবে হলো, ভোলার তো সুযোগ নেই।’

এটা কি বলবেন? দুর্লভ ঘটনা নাকি অতি কাকতালীয়? বিষয়টা কাকতালীয় মানতে রাজ্যের আপত্তি তার। তাইতো মুখে এমন কথা, ‘আসলে দুনিয়ায় কাকতালীয় বলে কিছু নাই, আমরা বানাই। ঘটনা ঘটে এই আর কি।’

প্রশ্ন উঠলো মাইলস্টোনতো আপনার কাছে কম গুরুত্বের। কিন্তু মাইল ফলকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার পরও কি তার গুরুত্ব কম থাকে আদৌ? মাশরাফি মানছেন, ‘ম্যান অব দ্য ম্যাচ হতে পারলে অবশ্যই ভালো লাগে। সেটা খুব স্বাভাবিক। বিশেষ করে ম্যাচটা যেহেতু জিততে পেরেছি। তবে মাইলস্টোন আসলে ওইরকম কিছু মনে হচ্ছে না।’

এআরবি/এসএএস/এএইচ

আরও পড়ুন