ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কার নিচে নেমে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরে র্যাংকিংয়েও অধঃপতন হয়েছে পাকিস্তানের। তারা নেমে গেছে শ্রীলঙ্কারও নিচে, টেস্ট র্যাংকিংয়ের সপ্তম অবস্থানে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে ছয়ে ছিল পাকিস্তান। সিরিজ হারের কারণে তাদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯২-তে। এতে শ্রীলঙ্কার পেছনে পড়ে গেছে সরফরাজ আহমেদের দল, চলে গেছে সাতে।

স্বভাবতই উল্টোটা ঘটেছে নিউজিল্যান্ডের বেলায়। র্যাংকিংয়ের অবস্থান যদিও পরিবর্তন হয়নি। ১০২ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল তারা, জেতার কারণে এখন তাদের রেটিং পয়েন্ট ১০৫। আর এক পয়েন্ট হলেই তিনে থাকা দক্ষিণ আফ্রিকাকে ধরে ফেলবে কেন উইলিয়ামসনের দল।

পাকিস্তানের ঠিক পরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। ৭০ পয়েন্ট নিয়ে তারা অষ্টম অবস্থানে। আর এক পয়েন্ট কম নিয়ে (৬৯) ক্যারিবীয়দের ঠিক কাঁধেই নিঃশ্বাস ফেলছে নবম স্থানে থাকা বাংলাদেশ।

এক নাম্বার জায়গাটি যথারীতি দখলে ভারতের। ১১৬ রেটিং পয়েন্ট বিরাট কোহলির দলের। ১০৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড।

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন