অভিষেকেই বুড়োদের তালিকায় নিউজিল্যান্ডের সমারভিল
তিন বছর অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড খেলে চলতি বছরেই ফিরেছেন দেশে, টড অ্যাস্টলের ইনজুরিতে ডাক পেয়েছেন দলে। আর এবার মূল একাদশে সুযোগ পেয়ে দেশের ইতিহাসের পাতায়ই ঢুকে গেলেন নিউজিল্যান্ডের ৩৪ বছর বয়সী অফস্পিনার সমারভিল।
তাকে স্কোয়াডে নেয়ার পর থেকেই জোরালো হয়েছিল নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষিক্ত ক্রিকেটারদের তালিকায় নাম লেখানোর সম্ভাবনা। আবুধাবিতে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ইশ সোধির পরিবর্তে উইলি সমারভিলকে একাদশে নিয়েছে নিউজিল্যান্ড।
৩৪ বছর ১১৬ দিন বয়সে অভিষেক হয়ে নিউজিল্যান্ডের ইতিহাসের নবম বৃদ্ধ অভিষিক্ত টেস্ট ক্রিকেটার হয়ে গিয়েছেন সমারভিল। তার চেয়ে বেশি বয়সে কিউইদের হয়ে টেস্ট খেলা শুরু করেছেন কেবল আট জন।
তারা হলেন: হার্ভ ম্যাকগির (৩৮ বছর ১০১ দিন), রে এমেরি (৩৬ বছর ৩১৭ দিন), টম পুনা (৩৬ বছর ১২০ দিন), এলেন লিসেট (৩৬ বছর ৮৯ দিন), গ্রাহাম গিরি (৩৪ বছর ২৯৫ দিন), গাই ওভারটন (৩৪ বছর ১৮৬ দিন), ম্যাট হেন্ডারসন (৩৪ বছর ১৬১ দিন), ফেন ক্রেসওয়েল (৩৪ বছর ১৪৪ দিন)।
নিউজিল্যান্ডের ইতিহাসে নবম বুড়ো অভিষিক্ত হলেও, বিশ্ব ক্রিকেটে বুড়োদের তালিকায় অনেক পেছনে সমারভিল। ১৮৭৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে ৪৯ বছর ১১৯ দিন বয়সে খেলেছিলেন ইংল্যান্ডের জ্যাক সাদারটন। চল্লিশ বছরের পরে অভিষেক হয়েছে আরও ১২ জন ক্রিকেটারের।
এসএএস/এমকেএইচ