ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাধারণ পরিকল্পনাতেই রচিত মিরাজের অসাধারণ কীর্তি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

দ্বিতীয় দিনের শেষ বিকেলে তিনটি, পরের দিনের খুব সকালে চারটি, দিনের বাকি সময়ে পাঁচটি- এই হলো খালি চোখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের বারো উইকেট নেয়ার বিশ্লেষণ। খুব সহজ। তাই না? ধারাপাতের নিয়ম মেনে ক্রম অনুসারে একটি করে বেশি উইকেট নিয়েই দেশের ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন ২১ বছর বয়সী ডানহাতি অফস্পিনার মিরাজ।

উপরের ব্যাখ্যা যতোটা সহজ, মাঠের খেলাটা ঠিক ততোটাই কঠিন। আর টেস্ট ক্রিকেটে এই কঠিনের মাত্রাটা বেড়ে যায় আরও বহুগুণে। কিন্তু যদি পরিকল্পনা করা যায় যুতসই, তাহলে কমে যায় কাজের মাত্রা। তারই প্রমাণ যেন মিললো মিরাজের বারো উইকেট নেয়ার ঘটনায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, সাধারণ পরিকল্পনা করে বোলিং করাতেই মিলেছে মিরাজের এ সাফল্য। তার মতে, মাথা ঠান্ডা রেখে এক জায়গায় বোলিং করে যাওয়ার কায়দাটা বেশ রপ্ত করেছেন তার অনুজ সতীর্থ মিরাজ।

সাকিব বলেন, 'আমার মনে হয় আজ (রোববার) সারাদিনে মিরাজ অনেক ভালো বোলিং করেছে। আসলে গতকাল থেকেই ও ভালো বোলিং করছে। আমার কাছে মনে হয় ও যদি ওর মাথাটা ঠাণ্ডা করে রাখে, প্ল্যানিংটা সাধারণ রাখে তাহলে আরও ভালো বোলিং করতে পারবে। কালকের পর থেকে আমাদের একটাই প্ল্যান ছিল যতক্ষণ পারি স্ট্যাম্পে হিট করবো এবং রান ছাড়া বল করতে থাকবো। তারপরেরটা দেখা যাবে।'

তিনি আরও বলেন, 'আমার কাছে মনে হয় এই সাধারণ প্ল্যান গুলো অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক বেশি অ্যাটাকিং হয়ে যাই আমরা। উইকেট পেতে থাকলে মনে হয় প্রতি বলেই উইকেট পেয়ে যাবো এমন একটা বিশ্বাস চলে আসে। ওই জিনিসটা যদি একটু নিয়ন্ত্রণ করতে পারি, ওই চাওয়াটা, তাহলে আমরা পার্টনার ওয়াইজ আরও ভালো বোলিং করতে পারবো।'

এসময় মিরাজের বোলিংয়ের প্রশংসা করে সাকিব বলেন, 'তবে মিরাজ অসাধারণ বোলিং করেছে অবশ্যই। ফার্স্ট ইনিংসের বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেহেতু পাঁচশ রান করেছিলাম, একটা বড় সুবিধা ছিল। আমরা কখনই চিন্তা করিনি এত কম রানে ওদেরকে অল আউট করতে পারবো। ওই বিশ্বাসটা মিরাজের বোলিংয়ের কারণেই এসেছে। ফার্স্ট ইনিংসে ওর সাত উইকেটই আসলে ম্যাচটা সেট করে দিয়েছে।'

এসএএস/এমএমআর/পিআর

আরও পড়ুন