ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই বছর পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে স্টার্ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৪ নভেম্বর ২০১৮

সর্বশেষ দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৬ সালের সেপ্টেম্বরে, কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। দীর্ঘ দুই বছর পর আবারও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পেলেন মিচেল স্টার্ক। সিডনিতে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির জন্য ডাকা হয়েছে এই গতিতারকাকে। বিনি স্ট্যানলেকের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এমনিতে দুই বছর, তবে ঘরের মাঠের হিসেব করলে প্রায় পাঁচ বছর টি-টোয়েন্টির বাইরে স্টার্ক। সর্বশেষ তিনি ঘরের মাঠে খেলেছিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেই ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।

গত সপ্তাহে ক্যানবেরায় কুইন্সল্যান্ডের বিপক্ষে নিউ সাউথ ওয়েলস ব্লুসের জয়ী দলে ছিলেন স্টার্ক। তবে আগামী সপ্তাহে তিনি আর প্রথম শ্রেণির ম্যাচ খেলবেন না। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের জন্য দলের সঙ্গে প্রস্তুতি নেবেন বাঁহাতি এই পেসার।

ভারতের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচটি তারা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জেতে ৪ রানে। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কারে, অ্যাশটন অ্যাগার, জেসন বেহেনড্রফ, নাথান কল্টার-নাইল, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডরমট, ডি'আরচি শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।

এমএমআর/এমএস

আরও পড়ুন