ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘কোহলিকে রাগিয়ে দিও না, তাহলে খবর আছে’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৮ নভেম্বর ২০১৮

ভারত অধিনায়ক বিরাট কোহলি কতটা আগ্রাসী ক্রিকেটার, সেটা মাত্রই জানা আছে প্রতিপক্ষ সবগুলো দেশেরই। ব্যাট হাতে মাঠে নামলে বিশ্বের যে কোনো দলের যে কোনো বোলারের জন্য মুর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ান তিনি। কোথায় গিয়ে বিরাট থামবেন, সেটা যে বলা খুব মুস্কিল। শুধু ব্যাটসম্যান বিরাট কেন, নেতা বিরাটও যে কোনো দলের জন্য ভয়ঙ্কর, সেটাই বা কে না জানে?

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস বুঝি বিষয়টা খুব বেশি করে উপলব্ধি করতে শুরু করেছেন। তিনি এ কারণে আগে-ভাগে অস্ট্রেলিয়াকে পরামর্শ দিচ্ছেন, খবরদার বিরাট কোহলিকে রাগিয়ে দিও না। তাহলে কিন্তু খবর আছে। ওকে একেবারে শান্ত থাকতে দাও।’

টি-টোয়েন্টি দিয়ে ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে ভারতের সফর। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। তার আগে অস্ট্রেলিয়াকে টোটকা দিতে গেলেন ফ্যাফ ডু প্লেসিস। বিরাট কোহলি সম্পর্কে নিজের লব্দ জ্ঞান থেকেই অসিদের সতর্ক করে দিলেন প্রোটিয়া অধিনায়ক।

বিরাট কোহলি তো একাই এক সহস্র। তাকে কোনোভাবে আটকে দিতে পারলেই পুরো দলটাকে আটকে দেয়া সম্ভব। এ কারণেই অস্ট্রেলিয়ানদের প্রতি ডু প্লেসিসের পরামর্শ, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন কয়েকজন আছে, যারা তীব্র লড়াইয়ের পরিস্থিতিতে খেলতে পছন্দ করে। কোহলি সে রকমই একজন ক্রিকেটার। যত হাড্ডাহাড্ডি পরিস্থিতি তৈরি হবে, যত ঝামেলা করবে ওর সঙ্গে, তত ওর খেলা খুলবে।’

দক্ষিণ আফ্রিকায় ভারত ২-১ ব্যবধানে হেরে এসেছিল। তবে সেখানে কোহলিই ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। সেঞ্চুরিয়নে সেঞ্চুরিসহ তিন টেস্টে তার সংগ্রহ ছিল ২৮৬ রান। গড় ছিল ৪৭.৬৬। গত দু’বছরে কোহলি যে রকম স্বপ্নের ফর্মে দৌড়াচ্ছেন, তার তুলনায় এটা খুব ভালো কিছু নয়।

ডু প্লেসিস অসিদের জন্য কোহলিকে নিয়ে তাদের পরিকল্পনা কি ছিল সেটা ফাঁস করে বলেন, ‘বিশ্বে দু’একজন ক্রিকেটার আছে, যাদের নিয়ে আমাদের আলাদা করে আলোচনা করতেই হয়। কোহলি সে রকমই একজন ক্রিকেটার এবং আমাদের দেশে সিরিজ শুরুর আগে ওকে নিয়ে আলাদা করে আলোচনা করেছিলাম। আমরা সিদ্ধান্ত নিই, ওকে রাগিয়ে তোলার মতো কিছু একদম বলা যাবে না। কারণ, ও ঠিক সেটাই চায়। ঝামেলা করে কোহালিকে কিছু বলা মানে সে আরও ভাল খেলতে শুরু করবে। কেন নিজেরা হাতে করে সেটা তুলে দেব!’

দক্ষিণ আফ্রিকার চেয়ে ইংল্যান্ডে বেশি সফল ছিলেন কোহলি। সেখানে ৫ টেস্টে তিনি রান করেন ৫৯৩। এরপর দেশের মাটিতে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেন। ডুপ্লেসিস বলেন, ‘কোহলি অসামান্য এক ক্রিকেটার। আমরা ঠিক করেছিলাম, ওর জন্য শান্ত অবস্থান নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এরপরও কোহালি রান করেছিল। তবু আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকায় দুর্ধর্ষ কিছু করা থেকে ওকে আমরা আটকাতে পেরেছিলাম। একমাত্র সেঞ্চুরিয়ন, যেখানে পিচ মন্থর ছিল, সেখানেই ও সেঞ্চুরি পেয়েছিল।’

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন