ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

একগাদা রেকর্ডের হাতছানি তাইজুলের সামনে

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৪ নভেম্বর ২০১৮

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেট টেস্টের দুই ইনিংসে ৬ ও ৫ উইকেট নেয়ায় সিরিজে তার মোট উইকেটসংখ্যা এখন ১৬।

পাঁচ উইকেটের 'হ্যাটট্রিক' করে রেকর্ডে নাম লেখানো তাইজুলের সামনে এ ম্যাচে হাতছানি দিছে আরও বেশ কয়েকটি রেকর্ড ও অর্জন। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৩, ৪, ৫ বা ৮ উইকেট পেলে, প্রতিটির জন্যই একটি করে রেকর্ড হবে তাইজুলের। ৩, ৪ বা ৫ উইকেট পেলে হবে বাংলাদেশি রেকর্ড আর ৭ উইকেট পেলে হয়ে যাবে বিশ্বরেকর্ড।

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট নেয়া রেকর্ডটি এখন মেহেদি হাসান মিরাজের দখলে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক সিরিজেই তিন ইনিংসে ৬ উইকেটসহ মোট ১৯টি উইকেট নিয়েছিলেন মিরাজ। চলতি সিরিজে আর মাত্র ৪ উইকেট পেলেই এ রেকর্ড নিজের করে নেবেন এখনো পর্যন্ত ১৬ উইকেট নেয়া তাইজুল। এছাড়া দুই ম্যাচের সিরিজে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৮টি উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র।

টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেয়ার রেকর্ডে তৃতীয় বাংলাদেশি হলেও, টানা চার ইনিংসে পাঁচ উইকেট নেয়া প্রথম বাংলাদেশি হওয়ার সুযোগ রয়েছে তাইজুলের সামনে। সাকিব আল হাসান ২০০৮ সালে ও এনামুল হক জুনিয়র ২০০৫ সালে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেয়ার নজির দেখিয়েছেন। তারা কেউই পারেননি চতুর্থ ইনিংসেও পাঁচ উইকেট নিতে।

তাইজুল যদি জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে আরেকবার পাঁচ উইকেট নিতে পারেন তাহলে বিশ্বের ১৩তম বোলার হিসেবে এ কৃতিত্ব গড়বেন তিনি। এর আগে শেন ওয়ার্ন, মুত্তিয়াহ মুরালিধরন, জিম লেকার, সিডনি বার্নসসহ ১২ জন বোলার এ কৃতিত্ব দেখিয়েছেন। সবশেষ ২০০৪ সালে এ তালিকায় নাম তুলেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগস্পিনার ওয়ার্ন। ১৮৮৮ সালে টানা ছয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডটি নিজের করে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার চার্লস টার্নার।

এ দুই রেকর্ডের চেয়ে তুলনামূলক কঠিন আরেকটি রেকর্ড অপেক্ষা করছে তাইজুলের জন্য। অবশ্য বিশ্বরেকর্ড গড়তে হলে সহজ পথে পাওয়া যায় না। দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়তে চলতি সিরিজের শেষ ইনিংসে তাইজুলকে তুলে নিতে জিম্বাবুয়ের ৮টি উইকেট। ৭ উইকেট পেলে ভাগ বসাবেন বিশ্বরেকর্ডে।

দুই ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্বরেকর্ডটা এখন শ্রীলঙ্কান সদ্য বিদায়ী বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের দখলে। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ২৩টি উইকেট নিয়েছিলেন তিনি। এ রেকর্ড টপকে যেতে ৮ উইকেট নিতে হবে তাইজুলকে। কাজটি কঠিন হলেও অসম্ভব নয় তাইজুলের জন্য। কেননা এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এ স্পিনার।

উপরের এ তিন রেকর্ড ছাড়াও আরেকটি তুলনামূলক সহজ রেকর্ডও রয়েছে তাইজুলের সামনে। টেস্ট ক্রিকেটে এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডটি এখন রয়েছে মোহাম্মদ রফিকের দখলে। ২০০৩ সালে ৩৩টি উইকেট নিয়েছিলেন রফিক। সাবেক এই স্পিনারের রেকর্ড নিজের করে নিতে তাইজুলের প্রয়োজন আর মাত্র ৩টি উইকেট।

চলতি সিরিজে ১৬ উইকেটসহ এ বছরে এখনো পর্যন্ত ৩১ উইকেট শিকার করেছেন তাইজুল। আর ৩ উইকেট পেলেই রফিককে পেছনে ফেলবেন তিনি। এজন্য অবশ্য শুধু জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসই নয়, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই ম্যাচের পুরো চার ইনিংসও পাবেন তাইজুল।

এসএএস/আরআইপি

আরও পড়ুন