ভক্তকে দেশ ছাড়তে বলে তোপের মুখে কোহলি
মাঠে বিরাট কোহলির আগ্রাসী আচরণটা পছন্দ করেন অনেকেই। তবে মাঠের বাইরে ভারতীয় অধিনায়ককে এমন চেহারায় দেখে খুব একটা খুশি হতে পারছেন না সমর্থকরা। সম্প্রতি এক ভক্তের উপর ক্ষেপে গিয়ে তাকে দেশ ছাড়তে বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণ সমালোচনার মুখে পড়েছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে আছেন কোহলি। গত সোমবার ছিল তার ৩০তম জন্মদিন। এই উপলক্ষ্যে নতুন একটি অ্যাপের জন্য একটি প্রমোশনাল ভিডিও ছেড়েছেন ভারতীয় দলপতি। সেই ভিডিওর নিচে এক ভক্তের কমেন্ট দেখে হঠাৎ রেগে যান তিনি।
কি কমেন্ট করেছিলেন ওই ভক্ত? ওই ভক্ত কোহলিকে নিয়ে লিখেছিলেন, 'তিনি এমন একজন ব্যাটসম্যান যাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে। তার ব্যাটিংয়ে আলাদা কিছু নেই। আমি বরং এই ভারতীয়দের বদল ইংলিশ আর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের খেলা দেখতে পছন্দ করি।'
কমেন্টটা একটু বিদ্বেষপূর্ণই ছিল। তবে তারকাদের অনেক কিছুই সহ্য করতে হয়। কোহলি সেটা পারেননি। জবাব দিতে গিয়ে তিনি লিখেন, 'আমি মনে হয়, আপনার ভারতে থাকাই উচিত নয়। অন্য কোথাও গিয়ে সেখানে থাকা শুরু করুন। কেন আপনি আমাদের দেশে বাস করছেন, যদি অন্য দেশকেই ভালোবাসবেন?'
কোহলি অবশ্য এটাও বলেন, তাকে কেউ অপছন্দ করলে সেটাতে রাগ করেন না। তবে তার ওই 'দেশ ছেড়ে যাওয়ার' মন্তব্যটি অনেকেই নিতে পারেননি। একজন লিখেছেন, 'কোন নাগরিককে দেশ ছেড়ে যেতে বলার অধিকার তোমার নেই বিরাট'। আরেকজনের মন্তব্য, 'আমি নিজের অগ্রাধিকার ঠিক করে নিয়েছি। আমি আমেরিকায় চলে যাব, কারণ আমি ক্রিকেটকেই ঘৃণা করি।'
কেউ কেউ তো কোহলিরই ২০০৮ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে যুবক কোহলি বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস তার পছন্দের ক্রিকেটার।
এমএমআর/জেআইএম