ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই কোরি অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৬ নভেম্বর ২০১৮

চোট সমস্যা আগেই ছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তাই দলে ছিলেন না কোরি অ্যান্ডারসন। এবার পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে পড়েছেন কিউই অলরাউন্ডার। পায়ের গোড়ালির চোট নিয়েই দেশে ফিরছেন তিনি।

শুধু কোরি অ্যান্ডারসনই নন। হাঁটুর চোটের কারণে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে পারবেন না লেগস্পিনার টোড অ্যাস্টল। বাকি ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে সংশয় আছে।

অ্যাস্টলের বদলি হিসেবে দলে বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেলকে নিয়েছে নিউজিল্যান্ড। আবুধাবিতেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছে ৩০ বছর বয়সী এই স্পিনারের।

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। ৭ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল : কেন উইলিয়ামস (অধিনায়ক), টোড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মানরো, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, বিজে ওয়াটলিং, জর্জ ওয়ার্কার।

এমএমআর/এমএস

আরও পড়ুন