আফ্রিদির ছক্কার রেকর্ড ভেঙে সবার উপরে রোহিত
তাকে বলা হয় 'হিটম্যান', চার-ছক্কা হাঁকানোয় উস্তাদ। রেকর্ড ভাঙা-গড়া তো রোহিত শর্মার নেশা। এবার তিনি পেছনে ফেললেন ছক্কার জন্য 'বুমবুম' নামে পরিচিত পাকিস্তানের হার্ডহিটিং অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেই আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত। কি সেটা? দ্রুততম ২০০ ছক্কার রেকর্ড। ভারতীয় এই ওপেনার ১৮৭ ইনিংসেই ছুঁয়ে ফেলেছেন ওয়ানডেতে ২০০ ছক্কার এলিট ক্লাব।
এই ক্লাবে ঢুকতে আফ্রিদির লেগেছিল ১৯৫ ইনিংস। তিনিই ছিলেন এতদিন সবার উপরে। এবার দ্রুততম ২০০ ছক্কার রেকর্ডে রোহিত উঠে গেছেন এক নাম্বারে।
তৃতীয় অবস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ২১৪ ইনিংসে ২০০ ওয়ানডে ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন তিনি। পরের দুটি স্থান নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।
সাবেক কিউই অধিনায়ক ম্যাককালামের ২০০ ছক্কা ছুঁতে লেগেছে ২২৮ ইনিংস। 'ইউনিভার্স বস' গেইলের লেগেছে আরও বেশি, ২৪১ ইনিংস।
এমএমআর/এমএস