ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পরিসংখ্যানে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০১ নভেম্বর ২০১৮

ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ে ক্রিকেট দলের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানটাও কথা বলে টাইগারদের পক্ষেই। কিন্তু টেস্ট ক্রিকেটে এখনো নিজেদের শক্ত ভিত্তি গড়তে পারেননি সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। যে কারণে সাদা পোশাকের অভিজাত ক্রিকেটে দুই দলের পরিসংখ্যানের পাল্লা ঝুঁকে রয়েছে জিম্বাবুয়ের পক্ষেই।

শনিবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সে উপলক্ষ্যে সাজসাজ রব দেখা দিয়েছে এই মাঠে। সিলেটের ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশ দলের লক্ষ্যটা থাকবে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যবধান কমানোর।

কেননা এখনো পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ১৪টি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশের জয় ৫ ম্যাচে, ড্র হয়েছে ৩টি ম্যাচ। অন্য ৬ ম্যাচের জয়ী দলের নাম জিম্বাবুয়ে। এমনকি দুই দলের মধ্যকার এখনো পর্যন্ত হওয়া ৭ টেস্ট সিরিজের ৪টিতেই জিতেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের জয় ২টিতে। ড্র হয়েছিল জিম্বাবুয়ের মাটিতে ২০১৩ সালে হওয়া টেস্ট সিরিজটি।

চলুন এক নজরে দেখে নেয়া যাক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মুখোমুখি পরিসংখ্যান:

জয়-পরাজয়

ম্যাচ: ১৪; বাংলাদেশ: ৫; জিম্বাবুয়ে: ৬; ড্র: ৩

দলীয় সর্বোচ্চ সংগ্রহ

বাংলাদেশ: ৫০৩/১০ (২০১৪); জিম্বাবুয়ে: ৫৪২/৭ (২০০১)

দলীয় সর্বনিম্ন সংগ্রহ

বাংলাদেশ: ১০৭/১০ (২০০১); জিম্বাবুয়ে: ১১৪/১০ (২০১৪)

ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ

বাংলাদেশ: হাবিবুল বাশার (৫৭৮ রান); জিম্বাবুয়ে: ব্রেন্ডন টেলর (৭৯৩ রান)

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস

বাংলাদেশ: সাকিব আল হাসান, ১৩৭ রান (২০১৪); জিম্বাবুয়ে: ব্রেন্ডন টেলর, ১৭১ রান (২০১৩)

সর্বোচ্চ সেঞ্চুরি

বাংলাদেশ: তামিম ইকবাল (২টি); জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর (৩টি)

সর্বোচ্চ হাফসেঞ্চুরি

বাংলাদেশ: হাবিবুল বাশার (৬টি); জিম্বাবুয়ে: তাতেন্ডা তাইবু (৫টি)

সর্বোচ্চ উইকেট

বাংলাদেশ: সাকিব আল হাসান (২৬টি); জিম্বাবুয়ে: হিথ স্ট্রিক (২০টি)

ইনিংসে সেরা বোলিং

বাংলাদেশ: তাইজুল ইসলাম ১৬.৫-৭-৩৯-৮ (২০১৪); ডগলস হোন্ডো ২২-৭-৫৯-৬

ম্যাচে সেরা বোলিং

বাংলাদেশ: এনামুল হক জুনিয়র ৭৩-১৭-২০০-১২ (২০০৫); জিম্বাবুয়ে: ৫৪.১-২১-১০৪-৮ (২০০১)

ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট

বাংলাদেশ: সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়র (৩ বার); জিম্বাবুয়ে: ট্রাভিস ফ্রেন্ড (১বার)

সিরিজে সর্বোচ্চ উইকেট

বাংলাদেশ: সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়র (১৮টি); জিম্বাবুয়ে: তিনাশি পানিয়াঙ্গারা (১৪টি)

সর্বোচ্চ রানের জুটি

বাংলাদেশ: তামিম ইকবাল ও ইমরুল কায়েস (২২৪ রান); জিম্বাবুয়ে: সিকান্দার রাজা ও হ্যামিল্টন মাসাকাদজা (১৬০ রান)

এসএএস/আরআইপি

আরও পড়ুন