নাঈমের ব্যাটে এগুচ্ছে রংপুর
বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে অন্য তিন ভেন্যুতে সমস্যা হলেও রংপুরের ক্রিকেট গার্ডেনে স্বাভাবিকভাবেই মাঠে গড়িয়েছে পুরো দিনের খেলা। যেখানে শক্তিশালী রাজশাহীর বিপক্ষে রাকিন আহমেদ ও নাঈম ইসলামের ফিফটিতে ভালো সংগ্রহের পথে এগুচ্ছে স্বাগতিক রংপুর বিভাগ।
প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৩০ রান। ওপেনার রাকিন ফিরে গেছেন ৭৯ রান করে। দিন শেষে নাঈমের সংগ্রহ ৬৩ রান। বল হাতে বাজিমাত করেছেন রাজশাহীর বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় রংপুর। ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার ফারদিন হাসান অনি। দলীয় ৩৩ রানের মাথায় তিনি আউট হন ১৩ রান করে। রাকিনের সাথে দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে মাহমুদুল হাসান আউট হন ৩৬ রান করে।
দলীয় ১৫৮ রানের মাথায় সানজামুল ইসলামের বোলিংয়ে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ফিফটি করা রাকিন। ১৮৩ বলের ইনিংসে ৯ চারে মারে ৭৯ রান করেন তিনি।
রাকিন ফিরে গেলেও অপরাজিত থেকেই দিন শেষ করেছেন নাঈম। মাঝে তানবীর হায়দার (৬) ও সোহরাওয়ার্দী শুভ (১০) রান করে আউট হন। দিন শেষে ১৬১ বলে ৬৩ রান নিয়ে অপরাজিত নাঈম, ৪২ বল থেকে ১৩ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন ধীমান ঘোষ।
এসএএস/এমএস