ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কুমিল্লা ভিক্টোরিয়ানসের শক্তি ব্যাটিং

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

ব্যাটিং শক্তিতে বলিয়ান এক দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জাতীয় দলের টপ অর্ডারে পরিচিত মুখরা তো থাকছেনই, বিদেশি নেয়ার ক্ষেত্রেও ব্যাটিংকে বেশ প্রাধান্য দিয়েছে তারা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলে যেন ওপেনারের সমারোহ। জাতীয় দলের তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয় আছেন। সঙ্গে আছেন ক্যারিবীয় ওপেনার এভিন লুইস।

তামিম-লুইসের সঙ্গে হার্ডহিটার ব্যাটসম্যানদের মধ্যে পাকিস্তানের দুই তারকা-শহীদ আফ্রিদি আর শোয়েব মালিকের নামটি আলাদা করেই বলতে হবে। আছেন লঙ্কান হার্ডহিটিং অলরাউন্ডার থিসারা পেরেরা।

এছাড়া লিয়াম ডসন, আসেলা গুনারত্নের মতো মারকুটে ব্যাটসম্যান আছেন। স্বদেশিদের মধ্যে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, জিয়া-উর রহমান, শামসুর রহমান শুভরা।

বোলিংয়ে অবশ্য বড় নাম নেই। জাতীয় দলের তারকা পেসার আবু হায়দার রনিকে বাদ দিলে বলার মতো তারকা নেই। তবে পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিন, বাংলাদেশের পেসার মোহাম্মদ শহীদ, স্পিনার মেহেদি হাসান, সঞ্জিত সাহাদের নিয়ে বোলিং আক্রমণ একেবারে মন্দ নয় কুমিল্লার।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, অাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন