ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্যারিবীয় শক্তিতে বলিয়ান ঢাকা ডায়নামাইটস

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

টি-টোয়েন্টি ক্রিকেটটা তৈরিই যেন ওয়েস্ট ইন্ডিজের জন্য। বড় বড় ছক্কা হাঁকানোয় জুড়ি নেই ক্যারিবীয়দের। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে তাই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ভীষণ চাহিদা।

বিপিএলের এবারের আসরে ক্যারিবীয়দের তাই বেশ প্রাধান্য দিয়ে দল গড়েছে ঢাকা ডায়নামাইটস। সুনিল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বড় নামগুলোর বেশিরভাগই ঢাকার দলে।

সঙ্গে আছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ইয়ান বেল, আফগান প্রিমিয়ার লিগে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো হযরতউল্লাহ জাজাইয়ের মতো ব্যাটসম্যান।

আইকন খেলোয়াড় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো থাকছেনই। স্বদেশিদের মধ্যে রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, শুভগতহোম চৌধুরী, রনি তালুকদারের মতো পরীক্ষিতদের নিয়ে বেশ শক্তিশালি দলই গড়েছে ঢাকা।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও হযরতউল্লাহ জাজাই,শুভাগত হোম,রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন,অ্যান্ড্র বার্জ,ইয়ান বেল,কাজী অনিক,মিজানুর রহমান,আসিফ হাসান,শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন