ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তারকায় ঠাসা রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, মাশরাফি বিন মর্তুজা-নামগুলো শুনলেই তো মনে ভয় জেগে যাবে প্রতিপক্ষের। গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার গড়েছে তারকায় ঠাসা এক দল।

ক্রিস গেইলকে বলা হয় টি-টোয়েন্টির ফেরিওয়ালা। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে চাহিদার শীর্ষে ক্যারিবীয় এই ব্যাটিং দানব। গতবার রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা ছিল মারকুটে এই ব্যাটসম্যানের। এবারও রংপুর ধরে রেখেছে তাকে।

তার সঙ্গে এবারের আসরে প্রথমবারের মতো যোগ হয়েছেন বিশ্ব ক্রিকেটের দানবীয় ব্যাটিংয়ের আরেক প্রতিচ্ছবি ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স। মাস কয়েক আগে আন্তর্জাতিক আঙিনা থেকে অবসরে যাওয়া এই প্রোটিয়া ব্যাটসম্যানকে এবার দলে ভিড়িয়েছে রংপুর।

থাকছেন অ্যালেক্স হেলস রবি বোপারা, রাইলি রুশোর মতো বিদেশি তারকা। সঙ্গে জাতীয় দলের নিয়মিত দুই মুখ মোহাম্মদ মিঠুন আর নাজমুল ইসলাম অপুকে নিয়ে এবার বেশ শক্তিশালি দলই গড়েছে রংপুর।

আইকন খেলোয়াড় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, যার নেতৃত্ব আর পারফরম্যান্স নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই। সবমিলিয়ে এবারের বিপিএলে রংপুরকে হারানো কঠিনই হয়ে যাবে দলগুলোর জন্য।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল,নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম,সোহাগ গাজী,ফরহাদ রেজা,মেহেদি মারুফ, রবি বোপারা,রাইলি রুশো,নাহিদুল ইসলাম,নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনি,বেনি হাওয়েল,ওশানে থমাস।

/জেআইএম

আরও পড়ুন