ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সৌদিতে ফাইনালে বাংলাদেশি ক্রিকেট টিম ‘গ্রিন বাংলা’

আব্দুল হালিম নিহন | সৌদি আরব | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৮

‘গ্রিন বাংলা রিয়াদ’, এ যেন মরুর বুকে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা। লাল সবুজের পতাকার দেশের মানুষ সৌদিতে প্রবাসীদের নিয়ে আয়োজন করেছে গ্রিন বাংলা ক্রিকেট টিম। যা এরই মধ্যে মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরবে আলোড়ন সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতে সফলতাও অর্জন করেছে তারা।

আইসিসির তত্ত্বাবধানে থাকা বাংলাদেশিদের এ টিম আবার ফাইনালে ওঠেছেন। ২৫ অক্টোবর রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) কর্তৃক আয়োজিত ‘ভেস্টনা রয়েস টি২০ টুর্নামেন্টে হায়ার লিগের ১ম সেমি-ফাইনালে রিয়াদ ব্লু ক্রিকেট ক্লাবকে ১৬ রানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশি
ক্রিকেট টিম মরুর টাইগার গ্রিন বাংলা।

শুক্রবার সকালে রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৩ নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গ্রিন বাংলার দলপতি জাকির হোসেন। ব্যাট করতে নেমে শাহিদের ৫০ বলে ৬৫ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় গ্রিন বাংলা। এছাড়াও জাহিদ ১৮ বলে ৩৬ রান জাকির ১১ বলে ২০ রান করেন।

Saudi1.jpg

বল হাতে রিয়াদ ব্লুর আব্দুল হামীদ ২৩ রানে ২ উইকেট এবং মোহাম্মদ ফায়েজ ও শাকিল ১টি করে উইকেট নেন। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গ্রিন বাংলার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে সক্ষম হয় রিয়াদ ব্লু ক্রিকেট ক্লাব। রিয়াদ ব্লুর পক্ষে মোহাম্মদ ওমর ৫৯ (৩৬) ও আবু সুফিয়ান ২৮(২৪) করেন।

বল হাতে গ্রিন বাংলার রিয়াজ ২৪ রানে ৪ উইকেট, বাদল ১৬ রানে ২ উইকেট এবং জাকির ২৭ রানের বিনিময়ে নেন ২ উইকেট। ফলে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াদ ব্লু। আগামী শুক্রবার রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে সকাল ৮টায় ফাইনালে ভারতীয় ক্লাব চ্যালেঞ্জারস ইলেভেনের মুখোমুখি হবে গ্রিন বাংলা।

এদিকে, গ্রিন বাংলা ক্রিকেট টিমের জন্য শুভ কামনা করছেন প্রবাসীরা এবং এ টিম ভবিষ্যতে আরো ভালো করবে সে প্রত্যাশা করছেন সবাই।

এমআরএম/এমএস

আরও পড়ুন