রান করেই যাচ্ছেন সৌম্য
টানা অফফর্মের কারণে বাদ পড়ে গিয়েছিলেন দল থেকে, তামিম ইকবালের ইনজুরি ও অন্যান্য ওপেনারদের ব্যর্থতায় ফর্মে ফেরার আগে সুযোগও পেয়ে গিয়েছিলেন জাতীয় দলে। কিন্তু বাদ পড়েছেন পরের সিরিজেই, শর্ত ছিলো একটাই - নিজের সেরা রুপে ফিরলেই জায়গা মিলবে মূল দলে।
এ শর্ত পূরণে এখনো পর্যন্ত বেশ সফল বাঁহাতি ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। সব ফরম্যাটের ক্রিকেটে ব্যর্থতার পরিচয় দিয়ে গত বছর চ্যাম্পিয়নস ট্রফির পরে বাদ পড়েছিলেন দল থেকে। দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পান এক ম্যাচে, বাদ পড়ে যান আবার। সবশেষ এশিয়া কাপে অনেকটা ভাগ্যের জোরেই ফিরেছিলেন দলে। কিন্তু বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড থেকে।
দলে ফিরতে প্রয়োজন পারফরম্যান্স, সে মিশনে সাম্প্রতিক সময়ে সফল সৌম্য। চলতি ন্যাশনাল ক্রিকেট লিগে রানের মধ্যেই রয়েছেন এ টপঅর্ডার ব্যাটসম্যান। আগের তিন রাউন্ডে একটি সেঞ্চুরি ও দুইটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য। চতুর্থ রাউন্ডের ম্যাচের প্রথম ইনিংসেও তুলে নিয়েছেন ফিফটি।
খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল খুলনা ও রাজশাহী। টসে জিতে ব্যাট করছে স্বাগতিক খুলনা। দলকে ভালো শুরু এনে দিয়ে ৬৬ রান করেছেন সৌম্য সরকার। ফিফটি করেছেন এনামুল হক বিজয়ও।
ব্যাট করতে নেমে শুরুতেই অনিয়মিত ওপেনার মেহেদি হাসানের উইকেট হারায় খুলনা। তবে দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন এনামুল বিজয় ও সৌম্য সরকার। সাবলীল ব্যাটিংয়ে চলতি লিগে নিজের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন সৌম্য। ৯৬ বলের ইনিংসে ৯ চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে সৌম্যর খুলনা। এনামুল বিজয়ের ব্যাট থেকে এসেছে ৫৬ রান। ৩৩ রান নিয়ে ব্যাট করছেন তুষার ইমরান। অধিনায়ক নুরুল হাসান সোহান অপরাজিত রয়েছেন ২৩ রানে।
এসএএস/এমএস