ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নাঈম হাসানের ৬ উইকেট, ঢাকা মেট্রো-চট্টগ্রামের ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৮ অক্টোবর ২০১৮

আগেরদিনই ৫ উইকেট নিয়ে ফেলেছিলেন তরুণ স্পিনার নাঈম হাসান। তার ঘূর্ণির মায়াজালে জড়িয়ে শুরুতেই বিপদে পড়েছিল ঢাকা মেট্রোপলিটন। ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল তারা। শেষ দিনে এসে নিতে পেরেছেন আর মাত্র ১ উইকেট। শূন্য রানে ফিরিয়েছেন জাভিদ হোসাইনকে।

শেষ দিনে ঢাকা মেট্রোর উইকেট পড়েছিল কেবল ওটিই। এরই মধ্যে শামসুর রহমান শুভ করে ফেলেছিলেন ৫২ রান। শেষ দিকে শরিফুল্লাহ ৩১ এবং তাসকিন আহমেদ ১৩ রানে অপরাজিত থাকার সময়ই ২৫৪ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো।

যার ফলে চট্টগ্রাম বিভাগের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩০৬ রান। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম। যার ফলে শেষ পর্যন্ত ম্যাচটি ড্রতেই শেষ হয়।

পিনাক ঘোষ ৫৯ রান করে অপরাজিত থাকেন। ৩২ রান করেন মুমিনুল হক, ২৭ রান করেন সাদিকুর রহমান। ২৩ রান করেন ইয়াসির আলি এবং ১৪ রানে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম আকন।

আইএইচএস/জেআইএম

আরও পড়ুন