শ্রীলঙ্কায় প্রথম দিনে স্বস্তিতে টাইগার যুবারা
শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনে টাইগার যুবাদের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান।
প্রায় এক মাসব্যাপী লঙ্কা সফরে দুইটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এর প্রথম ম্যাচে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তৌহিদ হৃদয়।
ব্যাট করতে নেমে অনেকটা ওয়ানডে স্টাইলেই ব্যাট করতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান ও প্রান্তিক নওরোজ নাবিল। উদ্বোধনী জুটিতে মাত্র ৫৩ বলে ৫৪ রান। সাতটি চারের মারে মাত্র ৩১ বলে ৪২ রান করে সাজঘরে ফিরে যান তানজিদ। সে তুলনায় রয়ে সয়েই খেলছিলেন প্রান্তিক।
দ্বিতীয় উইকেটে ৯০ বলে ৩৯ রান যোগ করেন প্রান্তিক ও মাহমুদুল হাসান জয়। ৭১ বল খেলে ১৫ রান করে ফেরেন মাহমুদুল। ৯৩ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতনে উইকেটে আসেন অধিনায়ক তৌহিদ হৃদয়। অধিনায়কের সাথে ১০০ বলে ৪৬ রানের জুটি গড়েন প্রান্তিক।
শুরু থেকে রয়ে সয়ে খেলতে প্রান্তিক সাজঘরের পথ ধরেন ইনিংসের ৪১তম ওভারে। মাত্র পাঁচ রানের জন্য বঞ্চিত হন হাফসেঞ্চুরি থেকে ১১৪ বল খেলে ৩ চারের মারে তিনি করেন ৪৫ রান। দিনের বাকি সময়টা শামীম হোসেনকে সাথে নিয়ে কাটিয়ে দেন অধিনায়ক তৌহিদ।
নির্ধারিত সময়ের আগেই খেলা থামিয়ে দিতে হয় বৃষ্টির কারণে। খেলা হয় মাত্র ৫৮ ওভার। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়েছেন শামীম ও তৌহিদ। অধিনায়ক তুলে নিয়েছেন নিজের ফিফটি, অপরাজিত রয়েছেন ৫৪ রানে। শামীম অপেক্ষায় রয়েছেন হাফসেঞ্চুরির, তার সংগ্রহ ৪৩ রান।
এসএএস/জেআইএম