ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আমারও স্বপ্ন আছে বিশ্বকাপে খেলার’

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০১৮

জাতীয় দলে খেলছেন, অথচ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন না এমন ক্রিকেটার একজনও খুঁজে পাওয়া যাবে না। বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকাটাই স্বাভাবিক। তবে, বিশ্বকাপ পর্যন্ত ফর্ম এবং সুস্থ থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। এ দুটি কোনো ক্রিকেটারের থাকলে, তার বিশ্বকাপে খেলা খুবই নিশ্চিত একটি ব্যাপার। জাতীয় দলের এ সময়ের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনেরও স্বপ্ন আছে বিশ্বকাপে খেলার। তবে, সে জন্য ফর্ম এবং সুস্থ থাকা- দুটোর দিকেই দৃষ্টিপাত করলেন তিনি।

এশিয়া কাপে সুযোগ পেয়ে নিজের জীবনটা যেন ফিরে ফেলেন তিনি। এবার আবারও রয়েছেন দলে। আগের সময়গুলোতে ছিল তার শুধু আসা-যাওয়া। এ বিষয়টা কিভাবে দেখছেন মিঠুন। তিনি বলেন, ‘আসলে আমার কাছে খুব বেশ কঠিন মনে হয়নি। এটা আমার পেশা। ঘুম থেকে উঠে মাঠে না আসলে আমার ভাল লাগে না। মাঠে এসে যদি কিছু করে যাই তাহলে দিন শেষে এটাই আমার সন্তুষ্টি। আমি যেখান থেকে অর্থ উপার্জন করি, যা দিয়ে আমার পরিবার চলে, সেটার পেছনেই আমার সময় দিতে হবে। আমি অন্য কিছু করি না। মোটিভেশনটা সেখান থেকেই আসে। আর খেলা তো ছাড়ছি না। যেহেতু খেলছি সেহেতু এখানে ভাল করার চেষ্টা করতে হবে। সবসময় এই চেষ্টাই ছিল।’

ক্যারিয়ার শুরু করার পর এই প্রথম পরপর দুই সিরিজে খেলছেন মিথুন। বিষয়টা তিনি কিভাবে দেখছেন? জানতে চাইলে মিঠুন বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি। এবার যেমন প্রথম ম্যাচেই ভাল রান হয়েছে, এর আগে কখনো এমন হয়নি। আগে এমন হলে হয়তো অনেক আগেই সময়টা আসত। যাই হোক,পেছনের কথা ভেবে তো লাভ নেই। এখন সামনে তাকাতে হবে।’

বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন? জানতে চাইলে মিঠুনের জবাব, ‘আমি আসলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি। একটা সিরিজ শেষ হয়েছে, আমি আপাতত জিম্বাবুয়ে সিরিজ নিয়ে চিন্তা করছি। বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। এর মধ্যে সুস্থ থাকতে হবে, পারফর্ম করতে হবে। অনেক কিছুর ব্যাপার আছে। আমি যদি ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ ভাল করতে থাকি, তাহলে আমি বিশ্বকাপে সুযোগ পাব। আর বিশ্বকাপের স্বপ্ন তো সবার থাকে। আমারও স্বপ্ন আছে বিশ্বকাপ খেলার। তবে তার আগে অনেকগুলো স্টেইজ রয়েছে পার করার।’

জিম্বাবুয়ে সিরিজে কি লক্ষ্য আপনার? ‘আমি ব্যক্তিগতভাবে কোন লক্ষ্য নিয়ে খেলি না। আর করলেও কখনো সফল হতে পারি না। সেজন্য ব্যক্তিগত লক্ষ্যের দিকে না তাকিয়ে দলের যখন যা দরকার সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতে চাই।’

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন