ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্যারিয়ার সেরা ইনিংসে দ্বিশতকের অপেক্ষায় সাদমান

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

প্রথম রাউন্ডের ম্যাচে জাগিয়েছিলেন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা। থেমেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৭ রানের ইনিংস খেলে। সেদিন ব্যর্থ হলেও দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নিজের ফর্ম ধরে রেখেছেন ঢাকা মেট্রোর ২৩ বছর বয়সী ওপেনার সাদমান ইসলাম অনিক।

ঢাকা বিভাগের বিপক্ষে এ ম্যাচে ছাড়িয়ে গেছেন নিজের সর্বোচ্চ ১৫৭ রানের ইনিংসকেও। টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ার পরে মোহাম্মদ আশরাফুলকে সাথে নিয়ে ঘুরে দাড়ান সাদমান। দিনশেষে দলকে নিয়ে স্বস্তিজনক অবস্থানে।

সাদমানের অপরাজিত ব্যাটে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ১০৬ রানের লিড নিয়েছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ঢাকা বিভাগের করা ২০৬ রানের জবাবে দিন শেষে মেট্রোর সংগ্রহ ৪ উইকেটে ৩১২ রান।

সৈকত আলী ২৩, শামসুর রহমান ১ ও অধিনায়ক মার্শাল আইয়্যুব ৪ রান করে ফিরে গেলে মাত্র ৫২ রানেই তিন উইকেট পড়ে যায় মেট্রোর। সেখান থেকে আশরাফুল ও সাদমান মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৩৭ রান। যেখানে আশরাফুলের অবদান ৪৯ রান।

প্রথম রাউন্ডের ম্যাচে ৫৩ রানের ইনিংস খেলা আশরাফুল এদিন থেমে যান ৪৯ রানে। ১৩৮ বলের ধৈর্য্যশীল ইনিংসে দিয়েছেন নিজের ফিটনেসের প্রমাণ। দলীয় ১৮৯ রানের মাথায় আশরাফুল আউট হয়ে গেলেও পঞ্চম উইকেটে মেহরাব জুনিয়রকে নিয়ে দিন পার করে দেন সাদমান।

অবিচ্ছিন্ন জুটিতে মেহরাব-সাদমান যোগ করেছেন ১২৩ রান। যেখানে মেহরাবের অবদান মাত্র ৩৭ রান। পুরো ইনিংসেই বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন সাদমান। দিন শেষে ৩১৩ বলে ২৩ চার ও ১ ছক্কার মারে ১৮৬ রান করে অপরাজিত রয়েছেন তিনি। অপেক্ষায় রয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির।

এসএএস/আরআইপি

আরও পড়ুন