ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জিম্বাবুয়ে সিরিজের আগেই সুস্থ হয়ে উঠার আশা মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

চোটের সমস্যা রীতিমত ঘিরে ধরেছে বাংলাদেশ দলকে। জিম্বাবুয়ে সিরিজের আগে স্কোয়াডের ১৫ জনের মতো খেলোয়াড় কোনো না কোনো সমস্যায় ভুগছেন। এর মধ্যে সিনিয়রদের চোট একটু বেশিই। সাকিব আল হাসান আর তামিম ইকবাল তো ছিটকেই গেছেন। মুশফিকুর রহীমও পাঁজরের চোটের সঙ্গে লড়ছেন।

তবে মুশফিক বেশ আশাবাদি, জিম্বাবুয়ে সিরিজের আগেই সুস্থ হয়ে উঠতে পারবেন। আগামী ১০ অক্টোবর থেকে তিনি ব্যাটিং শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের মাঠের লড়াই শুরু ২১ অক্টোবর থেকে।

আসন্ন সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর রয়েছে দুই টেস্টের সিরিজ। দলের ব্যাটিং অনেকটাই এখন মুশফিকের উপর নির্ভরশীল। সাকিব-তামিমের অনুপস্থিতিতে তিনিও না থাকলে টপঅর্ডার একদম দুর্বল হয়ে যাবে বাংলাদেশের।

তবে মুশফিক মাঠে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। সোমবার গরমের মধ্যেই রানিং, জিম সেরেছেন। এখন তার শরীরের অবস্থা কেমন? জিম্বাবুয়ে সিরিজে কি আসলেই খেলা সম্ভব?

মুশফিক শোনালেন আশার বাণী, ‘আমি এখন বেশ ভালো অনুভব করছি। ব্যথা ধীরে ধীরে কমছে। সেটার সঙ্গে আমি কাজের চাপ বাড়াচ্ছি। এই মুহূর্তে আমি পূর্নবাসনে আছি, আশা করছি দুই একদিনের মধ্যে ব্যাটিং শুরু করতে পারব। যেহেতু অস্ত্রোপচার লাগছে না, আশা করছি সময়মতোই সেরে উঠব এবং আসন্ন সিরিজটা খেলতে পারব।’

জিম্বাবুয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। তাই একটি খবর চাউর হয়ে গেছে, সিনিয়রদের অনেকে বিশ্রামে থাকতে পারেন এই সিরিজে। যদিও বিসিবির সিইও এবং প্রধান নির্বাচক এমন সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন। মুশফিক এ বিষয়ে কি ভাবছেন? আসলেই কি বিশ্রাম দরকার সিনিয়রদের?

বাংলাদেশ দলের এই ব্যাটিং ভরসার জবাব, ‘দেখুন, এমনিতে দেশের প্রতিনিধিত্ব করার প্রচুর সুযোগ পাওয়া যায় না। তাই আমি বাংলাদেশের হয়ে সবগুলো ম্যাচ খেলতে চাই। ইনজুরি নিয়ে অবশ্যই উদ্বেগ আছে, বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। তবে এই মুহূর্তে মনে হচ্ছে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে সমস্যা হবে না। আর আপনার সামনে কি আছে, সেটা তো জানা সম্ভব নয়। যদি ঝুঁকি বেশি থাকে, ফিজিও অবশ্যই সিদ্ধান্ত নেবেন। আমি তো ক্যারিয়ারজুড়েই ছোটখাট সমস্যা নিয়ে খেলেছি।’

মুশফিকের একমাত্র দুশ্চিন্তা উইকেটকিপিং নিয়ে। এই বিষয়টা নিয়ে আলাদা করে টিম ম্যানেজম্যান্ট ও ফিজিওর সঙ্গে কথা বলতে চান তিনি। টাইগার উইকেটরক্ষক বলেন, ‘আমার আসল দুশ্চিন্তা উইকেটকিপিং নিয়ে। এই মুহূর্তে আমি চিন্তা করছি, যদি ডাইভ দেই তবে কি হবে। এটা নিয়ে আমার টিম ম্যানেজম্যান্ট এবং ফিজিওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।’

এদিকে, মুশফিকের চোটের উন্নতিতে বেশ সন্তুষ্ট বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘মুশফিক পাঁজরের সমস্যা নিয়েই ঘন্টাখানেক ব্যাট করেছেন, তাই এই মুহূর্তে আমরা তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। যদি তিনি ভালো অনুভব করেন, ব্যথা না বাড়ে, তবে দিনয়েক পর অনুশীলনেও যোগ দিতে পারবেন।’

এমএমআর/পিআর

আরও পড়ুন