ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও সেঞ্চুরি, আবারও কোহলির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:০২ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

ক্রিকেট রেকর্ড গড়াই হয় ভাঙার জন্যে। যুগ যুগ ধরে এমনটাই দেখে আসছে ক্রিকেট বিশ্ব। তবে বিরাট কোহলির আবির্ভাবের পরে কথাটি যেন রূপ নিয়েছে রেকর্ড গড়াই হয়েছে কোহলির হাতে ভাঙার জন্য।

ওয়ানডে ক্রিকেটে নিজেকে অনেক আগেই অনন্য উচ্চতায় নিয়েছেন ভারতীয় অধিনায়ক। বাকি ছিলো ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করার। সাম্প্রতিক সময়ে সেদিকেও এগিয়ে গেছেন অনেক পথ। টেস্ট ক্রিকেটেও একের পর এক সেঞ্চুরি করেই যাচ্ছেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি করলেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান। আগের দিন ৭২ রানে অপরাজিত থাকা কোহলি দ্বিতীয় দিন ধীরে সুস্থে খেলে তুলে নেন নিজের সেঞ্চুরি।

ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরিটি করতে কোহলি খেলেছেন মাত্র ৭১টি ম্যাচ, ব্যাট করেছেন ১২৩টি ইনিংস। ক্রিকেটের অবিসংবাদিত কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে বাদ দিলে এতো কম ইনিংসে ২৪ সেঞ্চুরির রেকর্ড নেই ক্রিকেট ইতিহাসের আর কোনো ব্যাটসম্যানের।

মাত্র ৫২ টেস্টের ৮০ ইনিংসে ব্যাট করে ২৯টি সেঞ্চুরি হাঁকানো ব্র্যাডম্যান তার ২৪তম সেঞ্চুরিটি করেছিলেন ৬৬তম ইনিংসে। রেকর্ডটা তারই দখলে। ১২৩ ইনিংসে ২৪তম সেঞ্চুরি করে ডনের ঠিক নিচেই বসলেন কোহলি।

দ্রুততম ২৪ সেঞ্চুরির তালিকায় কোহলি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন। ২৪ সেঞ্চুরি করতে শচীন ১২৫, গাভাস্কার ১২৮ ও হেইডেনের লেগেছিল ১৩২টি ইনিংস।

এসএএস/এমএস

আরও পড়ুন