ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই বছর পর রঙিন পোশাকে ফিরলেন স্টেইন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

বয়সের কাঁটা ছুঁয়েছে ৩৫, আগের মতো ক্ষ্যাপাটে বোলিং আর নেই। সাথে যোগ হয়েছে ইনজুরি। যার ফলে গত দুই বছরে রঙিন পোশাকে ক্রিকেট খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের।

অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে পদার্পন করলে ডানহাতি এ গতি তারকা। স্টেইন লক্ষ্য স্থির করেছেন ২০১৯ সালের বিশ্বকাপে খেলার। সে লক্ষ্য পূরণে এখন থেকেই নিয়মিত ওয়ানডে ক্রিকেট খেলার ইচ্ছে রয়েছে তার।

তবে স্টেইনের ফেরার দিনে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। মাত্র তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে গেছেন ডিন এলগার (৪) ও রেজা হেনড্রিকস (১)।

প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়ার দায়িত্ব নিয়েছেন এইডেন মারক্রাম ও হেনরিখ ক্লাসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। মারক্রাম ১৭ ও ক্লাসেন ১ রানে অপরাজিত।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, এইডেন মারক্রাম, রেজা হেনড্রিকস, জেপি ডুমিনি, হেনরিখ ক্লাসেন, ক্রিশ্চিয়ান জঙ্কার, খায়া জন্ডো, আন্দিল ফেলুকায়ো, ডেল স্টেইন, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।

এসএএস/জেআইএম

আরও পড়ুন