ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তান দল থেকে বাদ পড়লেন আমির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:০০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ফর্মহীনতার কারণে চলতি এশিয়া কাপের দুই ম্যাচে জায়গা হারিয়েছিলেন একাদশে। শেষ পাঁচ ওয়ানডেতে নিতে পারেননি একটি উইকেটও। এ কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পাকিস্তানের ১৭ সদস্যের স্কোয়াডেও জায়গা হলো না পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের।

২০১৬ সালে ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে দলে ফেরার পরে এখনো পর্যন্ত মাত্র একটি টেস্ট সিরিজ মিস করেছিলেন আমির। সেই তিনিই এবার সীমিত ওভারের ক্রিকেটে ব্যর্থতার চড়া মূল্য পরিশোধ করছেন। গত বছরের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর থেকে এখনো পর্যন্ত খেলা ৮টি ম্যাচে মাত্র তিনটি উইকেট নিতে পেরেছেন আমির।

এছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন রয়েছে পাকিস্তানের স্কোয়াডে। এতোদিন যাবৎ টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত শান মাসুদ স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন। ব্যাটিং সামলানোর দায়িত্ব রয়েছে আজহার আলি, ফাখর জামান, ইমাম উল হক, হারিস সোহেলদের ওপর।

এছাড়া প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকবেন ৩৩ বছর বয়সী অফস্পিনার বিলাল আসিফ, ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার মির হামজা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও দলে জায়গা পাননি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান স্কোয়াড
আজহার আলি, ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, শাদাব খান, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, ফাহিম আশরাফ, মির হামজা ও মোহাম্মদ রিজওয়ান

এসএএস/এমএস

আরও পড়ুন