ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চাপের মুখে আবারও উজ্জ্বল মুশফিকের ব্যাট

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

চতুর্থ ওভারে দলীয় ১২ রানের মাথায় মুমিনুল হকের বিদায়ে এসেছিলেন উইকেটে, নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে পরের ওভারে দেখেন লিটন কুমার দাসের বোল্ড হওয়ার দৃশ্য। চলতি এশিয়া কাপের নিয়মিত দৃশ্যের পুনঃমঞ্চায়নে মুশফিকুর রহিমের কাঁধে আবারও বর্তায় দলের ইনিংস সামাল দেয়ার দায়িত্ব।

সে দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস খেলা মুশফিক, পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩০তম অর্ধশত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রান। মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ১১০ রান যোগ করেছেন মুশফিক। ২৭ ওভার শেষে তিনি অপরাজিত রয়েছেন ৭৬ বলে ৬২ রান নিয়ে।

চাপের মুখে ব্যাট করতে নেমে শুরুতে খানিকটা দেখেশুনে খেলেন মুশফিক। মুখোমুখি ১৩তম বলে শাহীন শাহ আফ্রিদিকে পয়েন্টের উপর দিয়ে মারেন নিজের প্রথম চার। ১৬তম ওভারে শাদাব খানের এক ওভারেই মারেন জোড়া চার। এখনও পর্যন্ত মোট ছয়টি চারের মার এসেছে মুশফিকের ব্যাট থেকে।

অপর প্রান্তে পঞ্চাশের অপেক্ষায় রয়েছেন মিঠুন। ৬১ বলে ২ চারের মারের তিনি অপরাজিত রয়েছেন ৪৫ রান নিয়ে।

এসএএস/জেআইএম

আরও পড়ুন