পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
'সুপার ফোর' পর্বের লড়াই শুরু। একই সময়ে দুটি ম্যাচ শুরু হচ্ছে। দুবাইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ভারত। আবুধাবিতে পাকিস্তান আর আফগানিস্তান।
আবুধাবির ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসঘর আফগান। অর্থাৎ, পাকিস্তান প্রথমে বোলিং করবে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরে পা রেখেছে আফগানিস্তান। অপরদিকে, প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে সহজে জিতলেও পরের ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায় পাকিস্তান।
পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, হারিস সোহেল, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলি, উসমান খান, শাহীন শাহ আফ্রিদি।
আফগানিস্তান : মোহাম্মদ শেহজাদ, ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, আসঘর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।
এমএমআর/পিআর