ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গুরুতর অসুস্থ হয়ে মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

বল লাগেনি, কোনো আঘাতও পাননি। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি করেই মাটিতে পড়ে গেলেন হার্দিক পান্ডিয়া। বোঝা গেল না, তার সমস্যা কি হয়েছে। তবে অবস্থা খুব একটা ভালো নয় বলেই মনে হয়েছে। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় অলরাউন্ডারকে।

নিজের পঞ্চম ওভার করছিলেন পান্ডিয়া। পঞ্চম ডেলিভারিটি করার পরই মাটিতে পড়ে যান তিনি। দেখে মনে হচ্ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। চোখমুখ অন্ধকার করে পড়ে ছিলেন। সম্ভবত খিঁচুনির সমস্যা হয়েছে ভারতীয় অলরাউন্ডারের।

Hardik

সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকেন ফিজিও। তিনি দেখার পরও সুস্থ হয়ে উঠেননি পান্ডিয়া। ফলে স্ট্রেচার আনা হয় মাঠে। স্ট্রেচারে করে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তেমন নড়াচড়া করতে দেখা যায়নি এই পেসারকে। বোঝাই যাচ্ছে, সমস্যাটা বেশ গুরুতরই।

আরব আমিরাতের অসহনীয় গরম খেলোয়াড়দের বড় অস্বস্তির কারণ হচ্ছে এই এশিয়া কাপে। অনেকেই এমন গরম সহ্য করতে পারছেন না। গরম থেকেই পান্ডিয়ার এমনটা হয়েছে কিনা, এখনও অবশ্য জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিবৃতি আসলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

এমএমআর/এমএস

আরও পড়ুন