ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের দুই পরিবর্তন, পাকিস্তান একাদশে চার পেসার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

বহুল প্রতীক্ষিত পাকিস্তান আর ভারতের লড়াই শুরু। এশিয়া কাপে যে ম্যাচটির দিকে তাকিয়ে পুরো ক্রিকেট বিশ্ব। ভারত-পাকিস্তান লড়াই মানেই তো যুদ্ধ যুদ্ধ আমেজ।

এশিয়া কাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বির ম্যাচে টসে জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরফরাজ আহমেদের দল।

এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে ভারত-পাকিস্তান দুই দলই। দুই দলই তাদের প্রথম ম্যাচে হারিয়েছে হংকংকে।

তবে পাকিস্তান হংকংকে উড়িয়ে দিয়ে শুরু করলেও জিততে ঘাম ঝড়েছে ভারতের। আজ চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে তাই আর কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছে না রোহিত শর্মার দল।

ভারত দলে এনেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন শার্দুল ঠাকুর আর হংকংয়ের বিপক্ষে দারুণ বোলিং করা খলিল আহমেদ। তাদের বদলে একাদশে এসেছেন হার্দিক পান্ডিয়া আর জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। তাদের দলে চার পেসার-মোহাম্মদ আমির, হাসান আলি, উসমান খানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলি, উসমান খান।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদর যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন