ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান
এশিয়া কাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ, মুখোমুখি ভারত আর পাকিস্তান। দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে টসে জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরফরাজ আহমেদের দল।
এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে ভারত-পাকিস্তান দুই দলই। দুই দলই তাদের প্রথম ম্যাচে হারিয়েছে হংকংকে।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথমবারের মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর পাকিস্তান। ক্রিকেট বিশ্বে যে ম্যাচটিকে ঘিরে ভীষণ আগ্রহ উদ্দীপনা।
পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলি, উসমান খান।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদর যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব।
এমএমআর/আরআইপি/জেআইএম