ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে থাকবেন দাউদ ইব্রাহিম!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সারা বিশ্বব্যাপী এক উন্মাদনা, দুই দলের সমর্থকদের মধ্যে আগ্রহ-উদ্দীপনা। এশিয়া কাপে এ দুই দলের গ্রুপ পর্বের ম্যাচ দেখতে মাঠে থাকার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। নতুন খবর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এ লড়াইয়ের দিকে নজর রয়েছে কুখ্যাত সন্ত্রাসী চক্র 'ডি কোম্পানি'র।

শুধু তাই ডি কোম্পানির প্রধান দাউদ ইব্রাহিম নিজে উপস্থিত থাকবেন গ্যালারিতে। এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সারা বিশ্ব জুড়ে ছয়টি বিখ্যাত গোয়েন্দা সংস্থা ডি কোম্পানির কার্যক্রমের প্রতি গভীর নজর রেখেই এ খবর জানিয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলোর জানানো খবর অনুযায়ী এরই মধ্যে মুম্বাই ও করাচি থেকে ডি কোম্পানির গুরুত্বপূর্ণ সদস্যরা দুবাইতে উপস্থিত হয়েছেন ম্যাচটি উপভোগ করতে। এমনকি দাউদ ইব্রাহিমের খুবই ঘনিষ্ঠ দুই সন্ত্রাসীকেও বর্তমানে দুবাই অবস্থান করার শঙ্কা প্রকাশ করছে গোয়েন্দা সংস্থাগুলো।

ভারত-পাকিস্তান ম্যাচে দাউদ ইব্রাহিমের উপস্থিত থাকার খবর পেয়ে অন্তত ছয়টি দেশ তাদের বিশেষজ্ঞ দলকে নিয়োজিত রেখেছে এই ম্যাচের প্রতি নজর রাখতে। ভারত-পাকিস্তান ম্যাচে দাউদ ইব্রাহিমের মাঠে উপস্থিত থাকার ঘটনা নতুন কিছু নয়। নব্বইয়ের দশকে যখনই দুবাইয়ের শারজাহতে খেলতো ভারত-পাকিস্তান, তখনই মাঠে উপস্থিত হতেন ইব্রাহিম।

এসএএস/জেআইএম

আরও পড়ুন