ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটা বিপদের মুখেই করলেন মিঠুন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

১ রানে নেই ২ উইকেট। এর মধ্যে আবার বাঁ হাতের কব্জিতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান তামিম ইকবাল। দল তখন মহাবিপর্যয়ে। এমন মূহুর্তে কারও হাল ধলার দরকার ছিল।

মুশফিকুর রহীমকে সঙ্গে নিয়ে সেই হাল ধরার কাজটা করলেন মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নামা মোহাম্মদ মিঠুন। দেখেশুনে খেলছেন, একেবারে অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো।

দলের রানের চাকা ঘুরাচ্ছিলেন, সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন একটু একটু করে। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটা দলের বিপদের মুখেই তুলে নিলেন মিঠুন। ৫২ বলে ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান, যে ইনিংসে ৪টি বাউন্ডারির সঙ্গে আছে দুটি চোখ ধাঁধানো ছক্কাও।

তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে ১০৪ রানের বড় জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন মিঠুন। এই প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৭ রান। মিঠুন ৫৩ আর মুশফিক ৪৬ রান নিয়ে ব্যাট করছেন।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন