বিপর্যয় সামলে দলকে এগিয়ে নিচ্ছেন মিঠুন-মুশফিক
১ রানেই নেই ২ উইকেট। এর মধ্যে আবার আহত হয়ে সাজঘরে তামিম ইকবাল। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দলের এমন মহাবিপর্যয়ের মুখে হাল ধরলেন মোহাম্মদ মিঠুন আর মুশফিকুর রহীম।
তৃতীয় উইকেট জুটিতে মিঠুন-মুশফিকের ব্যাটেই এগিয়ে চলেছে বাংলাদেশ। তারা অবিচ্ছিন্ন আছেন ৩৭ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান।
এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে সূচনাটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। লাসিথ মালিঙ্গার প্রথম ওভারেই সাজঘরে ফিরেন দুই টাইগার ব্যাটসম্যান। মালিঙ্গার ওভারের পঞ্চম বলে আলতো করে ব্যাট ছুঁইয়ে দেন লিটন। সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে সহজেই ক্যাচটি তালুবন্দী করেন মেন্ডিস।
নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা সাকিব আল হাসানকে পরের বলেই ফিরিয়ে দেন মালিঙ্গা। রানের খাতা খোলার আগেই পরিষ্কার বোল্ড বাঁ-হাতি এই অলরাউন্ডার।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
এমএমআর/আরআইপি