ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যাকগ্রাকে টপকে শীর্ষে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

ওভাল টেস্টের চতুর্থ দিনে চেতেশ্বর পুজারাকে সাজঘরে ফিরিয়েই গ্লেন ম্যাকগ্রার পাশে বসেছিলেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন। এরপর ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষাটা গিয়ে ঠেকলো একদম শেষ উইকেট পর্যন্ত। মোহাম্মদ শামীকে বোল্ড করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন জিমি, একই সাথে উঠে যান শীর্ষে।

১২৪ টেস্টের ক্যারিয়ারে ৫৬৩ উইকেট নিয়ে থেমেছিলেন গ্লেন ম্যাকগ্রা। এত দিন ধরে এটিই ছিল টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। দীর্ঘ ১১ বছর পর তাকে টপকে গেলেন ইংলিশ ডানহাতি পেসার জিমি অ্যান্ডারসন।

২০০৩ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করা অ্যান্ডারসন ১৫ বছরে খেলেছেন ১৪৩টি টেস্ট। ওভাল টেস্ট শেষে তার নামের পাশে রয়েছে ৫৬৪টি উইকেট। যা কিনা টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ। ১৪৩ টেস্টের ক্যারিয়ারে ২৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩ বার।

পেসারদের মধ্যে শীর্ষে সবমিলিয়ে টেস্ট ইতিহাসে বোলারদের মধ্যে চার নম্বরে অবস্থান করছেন অ্যান্ডারসন। তার উপরে রয়েছেন তিনি স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)।

এসএএস/আরআইপি

আরও পড়ুন