ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চমক জাগিয়ে শ্রীলঙ্কার এশিয়া কাপ দলে মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:০২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

একটা সময় শ্রীলঙ্কা দলের পেস আক্রমণের সেরা অস্ত্র ছিলেন তিনি। তবে চোট আর ফিটনেস সমস্যায় ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে দলের বাইরে লাসিথ মালিঙ্গা। ৩৫ বছর বয়সী এই পেসার হঠাৎ ডাক পেয়ে গেলেন এশিয়া কাপের মতো টুর্নামেন্টে। চন্ডিকা হাথুরুসিংহের দলে যেটাকে মনে করা হচ্ছে সবচেয়ে বড় চমক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলার সময় দলীয় শৃঙ্খলা ভেঙে হোটেলের বাইরে চলে গিয়েছেন দানুষ্কা গুনাথিলাকা। যার জন্য পরে নিষেধাজ্ঞাতেও পড়তে হয় এই ব্যাটসম্যানকে। এশিয়া কাপের দলে ফিরেছেন তিনিও।

দীর্ঘদিন পর ডাক পেয়েছেন অফস্পিনার দিলরুয়ান পেরেরা। ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে ছিটকে পড়া পেসার দুষ্মন্ত চামিরারও জায়গা হয়েছে এশিয়া কাপের ১৬ সদস্যের লঙ্কান দলে।

এশিয়া কাপে শ্রীলঙ্কার দল
অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুষ্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপনসো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুষ্মন্ত চামিরা, লাসিথ মালিঙ্গা।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন