কোহলি-পূজারার হাফসেঞ্চুরিতে ধরা-ছোঁয়ার বাইরে ভারত
সিরিজের প্রথম দুই টেস্ট হারের পর নটিংহামে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। টেস্টের তৃতীয় দিনেই ইংলিশদের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে সফরকারিরা। তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে তারা গেছে ২ উইকেটে ১৯৪ রান নিয়ে। দলের লিড ইতোমধ্যেই ৩৬২ রানের।
লডর্সে নিদারুণ ব্যাটিং ব্যর্থতার পর এই টেস্টে একেবারে অন্য চেহারায় দেখা যাচ্ছে ভারতকে। দ্বিতীয় ইনিংসেও টপ অর্ডারের চার ব্যাটসম্যানই রান পেয়েছেন। দুই ওপেনার শেখর ধাওয়ান (৪৪) আর লোকেশ রাহুল (৩৪) হাফসেঞ্চুরির অাক্ষেপ নিয়ে ফিরলেও বিরাট কোহলি আর চেতেশ্বর পূজারা ভুল করেননি।
তৃতীয় দিনের প্রথম সেশনটা নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছেন কোহলি আর পূজারা। দুজনই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। তৃতীয় উইকেট জুটিতে তারা অবিচ্ছিন্ন আছেন ৮৩ রানে। পূজারা ৫৬ আর কোহলি ৫৪ রান নিয়ে ব্যাট করছেন।
প্রসঙ্গত, প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হয়েছিল ভারত। জবাবে হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে ১৬১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। পান্ডিয়া একাই নেন ৫ উইকেট।
এমএমআর/পিআর