ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বৃষ্টিতে পরিত্যক্ত ‘এ’ দলের দ্বিতীয় টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:২১ পিএম, ১৫ আগস্ট ২০১৮

ডাবলিনে আনঅফিশিয়াল টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটের জয় পেয়েছিল তারা। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘এ’ দলের লক্ষ্য ছিল ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে রাখা।

কিন্তু বৃষ্টির বাধায় দ্বিতীয় ম্যাচে মাঠে গড়ায়নি একটি বলও। অঝোর ধারার বৃষ্টির কারণে কোনো বল খেলা ছাড়াই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। তবে বৃষ্টি শুরুর আগে টস করতে পেরেছিলেন দুই অধিনায়ক।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সৌম্য সরকার। সিরিজের প্রথম ম্যাচেও আগে বল করে আইরিশদের অল্প রানে বেঁধে রেখেছিল বাংলাদেশ। পরে রান তাড়া করে মিলেছিল সহজ জয়।

b

শুক্রবার ১৭ আগস্ট তারিখে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ তথা সফরের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

পরিত্যক্ত ম্যাচে বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, আল আমিন জুনিয়র, মোহাম্মদ সাঈফউদ্দীন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

এসএএস/বিএ

আরও পড়ুন