ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিষিদ্ধ থেকেও আবার ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের শীর্ষে স্মিথ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:১৭ এএম, ১৪ আগস্ট ২০১৮

টেস্ট ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ। অস্ট্রেলিয়ার পদচ্যুত অধিনায়ক স্টিভেন স্মিথ খেলতে পারছেন না আপাতত। তবে নিষিদ্ধ হওয়ার আগে যা করে রেখেছেন, তাতেই টেস্ট র‌্যাংকিংয়ের এক নাম্বার ব্যাটসম্যানের জায়গাটি আবার দখলে নিয়েছেন তিনি।

গত মার্চের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেও স্মিথ ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে এক নাম্বারেই ছিলেন। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে একটি করে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি করে তাকে টপকে শীর্ষে উঠে যান বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের নামতেও সময় লাগেনি।

লর্ডস টেস্টে দুই ইনিংসে ২৩ আর ১৭ রান করেছেন কোহলি। তাতে তার রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯১৯। স্মিথের রেটিং পয়েন্ট ৯২৯-ই আছে। এর ফলে ভারতীয় অধিনায়ক নেমে গেছেন দুইয়ে, না খেলেও এক নাম্বার আসনটি দখলে নিয়েছেন স্মিথ।

স্মিথ আর কোহলির পরের দুইটি স্থান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (৮৫১) আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের (৮৪৭)। বল টেম্পারিং কান্ডে স্মিথের সঙ্গেই নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ার আরেক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৮২০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম অবস্থানে।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন