ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আপিল করে নিষেধাজ্ঞা আরও বাড়লো পাকিস্তানি ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১০ পিএম, ১০ আগস্ট ২০১৮

স্পট ফিক্সিং কেলেঙ্কারি ক্যারিয়ারটা বোধ হয় শেষই করে দিল শাহজাইব হাসানের। দেশের হয়ে ৩ ওয়ানডে আর ১০টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন। সঙ্গে জরিমানা করা হয়েছিল ১০ লাখ রুপি।

নিষেধাজ্ঞা মেনে নিলেও জরিমানার বিরুদ্ধে আপিল করেছিলেন শাহজাইব। স্বাধীন তদন্ত কমিশন সেই জরিমানা তো কমায়নি, উল্টো শাস্তি আরও বাড়িয়ে দিয়েছে এই ক্রিকেটারের। এক বছর থেকে এখন তার নিষেধাজ্ঞা হয়েছে চার বছরের। ইতোমধ্যেই একটি বছর পার হয়ে যাওয়ায় আরও তিন বছর নিষিদ্ধ থাকতে হবে শাহজাইবকে।

২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান অবশ্য নতুন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে। যদি স্পট ফিক্সিংয়ে তার জড়িত থাকার বিষয়ে একটু ত্রুটি পাওয়া যায়, তবে এই আবেদন যাচাই করে দেখা হবে।

পিএসএলে স্পট ফিক্সিং কান্ডে জড়িত থাকা পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার শাহজাইব। তারই মতো নিষেধাজ্ঞা পেয়েছেন খালিদ লতিফ, শারজিল খান, মোহাম্মদ ইরফান আর মোহাম্মদ নওয়াজ।

এমএমআর/পিআর

আরও পড়ুন