ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আয়ারল্যান্ডকে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১০ আগস্ট ২০১৮

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ডাবলিনে পাঁচ ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। মোহাম্মদ মিঠুন আর ফজলে মাহমুদের জোড়া হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৩ রান তুলেছে টাইগাররা। ফলে সমতায় সিরিজ শেষ করতে হলে ২৮৪ রান করতে হবে আইরিশদের।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৩৪ রানে ২ উইকেট হারালেও মুমিনুল হক আর মোহাম্মদ মিঠুনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামলে নেয় টাইগাররা।

আগের ম্যাচে ১৮২ রানের রেকর্ড ইনিংস খেলা মুুমিনুল এই ম্যাচেও রান পেয়েছেন। কিন্তু হাফসেঞ্চুরির ঠিক আগমূহুর্তে এসে সাজঘরে ফেরেন দলীয় অধিনায়ক। ৬২ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৬ রান করেন তিনি।

মুমিনুল ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি মিঠুন। ৭৩ বলে ৯ বাউন্ডারিতে সমান ৭৩ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। পরের সময়টায় বলতে গেলে একাই দলকে টেনে নিয়েছেন ফজলে মাহমুদ। ইনিংসের মাত্র এক বল বাকি থাকতে তিনি আউট হন ৭৪ রানে।

৬৩ বলের ইনিংসে ৭টি চার মেরেছেন ফজলে মাহমুদ। এছাড়া আল আমিন ২২ আর ওপেনার মিজানুর রহমানের ব্যাট থেকে আসে ২০ রান।

আয়ারল্যান্ডের পিটার চেজ ৪২ রানে নিয়েছেন ৫টি উইকেট।

এমএমআর/পিআর

আরও পড়ুন